Advertisement
Advertisement

Breaking News

WB Panchayat Election

WB Panchayat Polls: ‘অনুব্রত মণ্ডল রাজনৈতিক গুরু’, জেলা পরিষদের প্রার্থী হয়ে বললেন বিরোধী গোষ্ঠীর কাজল শেখ

বাদ পড়লেন অনুব্রত ঘনিষ্ঠ নানুরের দাপুটে নেতা কেরিম খান।

WB Panchayat Election: 'Anubrata Mandal is my political mentor', sayys Kajal Shekh, known as his anti-party's leader in Birbhum | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 14, 2023 7:37 pm
  • Updated:June 15, 2023 4:16 pm  

দেব গোস্বামী, বোলপুর: অনুব্রতহীন বীরভূমের (Birbhum)নানুরে পঞ্চায়েত ভোটের আগে বড় রাজনৈতিক পরিবর্তন। অনুব্রত বিরোধী কাজল শেখ হলেন জেলা পরিষদের প্রার্থী। আর বাদ গেলেন অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান। বুধবার দলের কর্মী, সমর্থকদের নিয়ে বিডিও কার্যালয়ে গিয়ে মনোনয়ন পেশ করলেন কাজল শেখ (Kajal Sekh)। আর প্রার্থী হয়ে ভোল বদলে গেল তাঁর! সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ স্পষ্ট বলেন, কোনও লড়াই বা বিরোধিতা নয়, অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) তাঁর ‘রাজনৈতিক গুরু’। অন্যরা এ নিয়ে অযথা ভুল বোঝাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জেলা তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলের বিরোধী হিসেবে পরিচিতি রয়েছে নানুরের তৃণমূল নেতা কাজল শেখের। কিন্তু পঞ্চায়েত ভোটের আবহে এবং অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে জেলা রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নতুন তৈরি কোর কমিটিতে জায়গা দিয়েছেন কাজল শেখকে। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার এই মুহূর্তে সর্বোচ্চ কমিটি হলো কোর কমিটি। আর এবার সেই অনুব্রত মণ্ডল বিরোধী কাজল শেখকেই প্রার্থী হিসেবে দাঁড় করানোর হল। বোলপুর (Bolpur)মহকুমা অফিসে মনোনয়ন জমা দিয়েছেন কাজল শেখ। জয় নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। এবং জানালেন, অনুব্রত মণ্ডল তাঁর রাজনৈতিক গুরু। তাঁর দেখানো পথেই চলতে চান।

Advertisement

[আরও পড়ুন: দুঁদে IAS-এর সঙ্গে দীর্ঘ বৈঠক রাজীব সিনহার, রাজ্যের অতিরিক্ত নির্বাচন কমিশনার নিয়োগের জল্পনা]

অন্যদিকে, নানুরের অন্যতম তৃণমূল নেতা দাপুটে কেরিম খানকে বাদ দেওয়া হলো এবারের জেলা পরিষদের (Zilla Parishad) প্রার্থী হওয়া থেকে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কেরিম খান পরপর দু’বার জেলা পরিষদের নানুরের শীর্ষ থেকে জয়লাভ করে পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছিলেন। এবার তাঁকে আর প্রার্থী করা হল না। ফলে এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়ল। একসময়ে অনুব্রত মণ্ডলের সব থেকে ঘনিষ্ঠ নেতাদের মধ্যে নাম থাকত এই কেরিম খানের। আর এবার তাঁকে প্রার্থী না করায় কিছুটা হলেও নানুরের রাজনৈতিক মহলে নতুন করে তিক্ততা তৈরি হল, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। 

[আরও পড়ুন: একের পর এক লাভ জেহাদ! পালটা ‘মহাপঞ্চায়েত’ হিন্দুত্ববাদীদের, ফের উত্তপ্ত উত্তরকাশী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement