Advertisement
Advertisement
WB Panchayat Election 2023

WB Panchayat Election 2023: মালদহে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর তদন্তে ‘নিষ্ক্রিয়’ পুলিশ, ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের

বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে গ্রেপ্তার তার ছেলে ও পুত্রবধূ।

WB Panchayat Election 2023: Women protest with broom at police station in Maldah । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 17, 2023 1:18 pm
  • Updated:July 17, 2023 4:56 pm  

বাবুল হক, মালদহ: বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার হলেও এখনও অধরা চার। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব বিজেপি। প্রতিবাদে বিক্ষোভে কার্যত রণক্ষেত্র মালদহের নালাগোলা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা। সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে ঝাঁটা হাতে মহিলারা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান। 

রবিবার সকালে নিজের বাড়ি থেকে এলাকার সক্রিয় বিজেপি কর্মী বুরন মুর্মুর দেহ উদ্ধার হয়। সেই সময় তাঁর মুখ দিয়ে রক্ত বেরতে দেখা যায়। শরীরেও ছিল একাধিক ক্ষতচিহ্ন। বুরনের পুত্রবধূ এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন। বিজেপি প্রার্থীর কাছে হেরেও যান তিনি। প্রতিবেশীদের দাবি, তারপর থেকে বাড়িতে অশান্তি শুরু হয়। প্রায়শয়ই ওই বিজেপি কর্মীকে ছেলে ও পুত্রবধূ হুমকি দিত বলেই অভিযোগ।
তারপরই দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

[আরও পড়ুন: অটিজম আক্রান্ত তরুণকে নাচতে চাপ, রাস্তায় ফেলে ‘মার’, অমানবিকতার নজির টালিগঞ্জে]

মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, মারধর করে খুনের পর আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের মদতে ছেলে তার বাবাকে খুন করেছে বলেই অভিযোগ। এই ঘটনার পর থেকে বিজেপি কর্মীর ছেলে বিপ্লব মুর্মু ফেরার হয়ে যায়। তাই খুনের সন্দেহ আরও প্রকট হয়। পুলিশ পুত্রবধূকে আটক করে রবিবারই। দেহ উদ্ধারের প্রায় ২৪ ঘণ্টার মধ্যে ছেলে বিপ্লব মুর্মুকেও গ্রেপ্তার করে। তবে বিজেপির দাবি, এই দু’জনকে গ্রেপ্তার করেনি পুলিশ। তারা আত্মসমর্পণ করেছে। এছাড়া অভিযুক্তদের তালিকায় থাকা আরও চারজনকে গ্রেপ্তার করা হয়নি। তাদের অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানিয়েছে গেরুয়া শিবির। পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলেই জানান বিজেপি সাংসদ খগেন মুর্মু। 
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে পুলিশি ‘বাধা’, ফের হাই কোর্টে নওশাদ সিদ্দিকি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement