Advertisement
Advertisement

Breaking News

Shantanu Thakur

WB Panchayat Election 2023: ‘আগামী ৫ মাসের মধ্যে সরকার পড়ে যাবে’, বিস্ফোরক দাবি শান্তনুর

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ শাসকদল। 

WB Panchayat Election 2023: TMC govt will collapse in 5 months, says central minister Shantanu Thakur । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 16, 2023 12:14 pm
  • Updated:July 16, 2023 1:42 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: তৃণমূল সরকারকে ডেডলাইন দিয়ে কার্যত হাসির খোরাক হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদতে কিছুই হয়নি। বরং পঞ্চায়েত ভোটে (West Bengal Panchayat Election 2023) রাজ্যজুড়ে অব্যাহত সবুজ ঝড়। তারই মাঝে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। 

শনিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার গাইঘাটা ফুলশড়া পাঁচপোতায় এলাকায় পঞ্চায়েতে বিজেপির জয়ী প্রার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রামপদ দাস-সহ বিজেপি নেতারা। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আমরা যা ভোট পেয়েছি, তার থেকে দশগুণ ভোট বেশি পাওয়ার কথা ছিল। যদি এরা রাহাজানি না করত। তৃণমূল ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী। কখনই এরা চিরস্থায়ী নয়।”  তাঁর ভবিষ্যদ্বাণী, “আগামী পাঁচ মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি।”

Advertisement

[আরও পড়ুন: যিশুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু কাজলের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও]

শান্তনু ঠাকুরের এই দাবি নিয়ে শুরু জোর রাজনৈতিক চাপানউতোর। যদিও বিজেপি নেতার দাবিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “পঞ্চায়েত নির্বাচনের ধস থেকে আর ফেরবার কোন রাস্তা নেই বিজেপির। তাই মাথা খারাপ হয়ে গিয়েছে। এই সব বলে হাওয়ায় ভেসে থাকতে চাইছে।” আদৌ কি শান্তনুর ভবিষ্যদ্বাণী বাস্তব রূপ পাবে নাকি শুধুমাত্র হুঙ্কার হয়েই থেকে যাবে, সেদিকেই নজর সকলের।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: দ্রুত আয়ের লক্ষ্যে পর্নোগ্রাফি বানাতে স্ত্রীকে টার্গেট, ৫ বন্ধু মিলে ধর্ষণ! গ্রেপ্তার স্বামী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement