অরূপ বসাক, মালবাজার: বাবা তৃণমূল প্রার্থী। তাই তাঁর জন্য প্রচার করতেই হবে। আর সেই টানেই সুদূর লন্ডন থেকে বাংলায় প্রার্থীর মেয়ে। নিজের বাবার পাশাপাশি রাজ্যের প্রত্যেক ঘাসফুল শিবিরের ভোটযোদ্ধাকে ভোট দেওয়ার আরজি জানান তিনি। ভোট শেষের মাসখানেক পরই ফের তিনি লন্ডন ফিরে যাবেন বলেই জানান প্রার্থীকন্যা।
জলপাইগুড়ির মালবাজারের নাগরাকাটার ভগতপুর চা বাগানের বাসিন্দা গণেশ এক্কা। বিদায়ী জেলা পরিষদের বোর্ডেরও সদস্য। এবারের পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি জেলাপরিষদে ঘাসফুল শিবিরের সৈনিক তিনি। তাঁর প্রচারেই লন্ডন থেকে বাংলায় মেয়ে গীতিকা এক্কা। গত ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর লন্ডনে পাড়ি দেন ওই শ্রমিক কন্যা। তিনি লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স অ্যান্ড এমপ্লয়মেন্ট রিলেশনে এমএসসি করেছেন। রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে প্রাপ্ত আর্থিক সহযোগিতায় লন্ডনে গিয়েছেন তিনি। সম্প্রতি তাঁর কোর্স শেষ হয়েছে। পড়াশোনার পর সেদেশেই চাকরি পেয়েছেন। কর্মস্থল থেকে ছুটি নিয়েই বাংলায় এসেছেন গীতিকা।
গীতিকার বাড়ি আসার খবর শুনে উচ্ছ্বসিত জলপাইগুড়ি জেলা পরিষদের বিদায়ী সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ। প্রার্থীকন্যার সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “মেধাবী ছাত্রীদের নির্বাচনী প্রচার অন্য মাত্রা যোগ করে। শুধু রাজনীতির কথা নয়। গীতিকা ভোটের প্রচারে নেমে যেভাবে সমাজের কথা বলছে, তা শুনে আমি অভিভূত।” গীতিকা জানান, আপাতত লন্ডনেই কিছু দিন কাজ করবেন। পরে অবশ্য পাকাপাকিভাবে বাংলায় ফিরে আসবেন প্রার্থীকন্যা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.