Advertisement
Advertisement
TMC Candidate Keshto Mandal

WB Panchayat Election 2023: ‘নকুলদানা’ বা ‘গুড়-বাতাসা’ নয়, TMC প্রার্থী কেষ্ট মণ্ডলের প্রচারে হাতিয়ার উন্নয়ন

কেষ্ট মণ্ডল নিজের জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী।

WB Panchayat Election 2023: TMC Candidate Keshto Mandal speaks of development during election campaign । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 3, 2023 9:51 am
  • Updated:July 3, 2023 9:51 am  

সুমন করাতি, হুগলি: হুগলিতে এবার তৃণমূল প্রার্থী কেষ্ট মণ্ডল! তৃণমূলের কেষ্ট মণ্ডলকে চেনেন না বাংলায় এমন মানুষ কম আছেন। বীরভূম জেলার তৃণমূল সভাপতি কেষ্ট মণ্ডল। তাঁর নাম সবসময় খবরের শিরোনামে থাকত। কখনও ‘নকুলদানা’ বা কখনও ‘চড়াম চড়াম’ ঢাক বাজানোর মতো কথা বলে খবরের শিরোনামে ছিলেন তিনি। এই মুহূর্তে সেই কেষ্টই কিনা তিহাড় জেলের বন্দি। কিন্তু হুগলির রঘুনাথপুর গ্রামপঞ্চায়েত এলাকায় ৫২ নম্বর সংসদ থেকে তৃণমূলের প্রার্থী এবার কেষ্ট মণ্ডল। আর এই নাম নিয়েই শোরগোল হুগলিতে। কীভাবে জেলে থেকেও হুগলি জেলায় ভোটে (West Bengal Panchayat Election 2023) লড়ছেন কেষ্ট মণ্ডল, সেই নিয়ে হয়তো প্রশ্ন অনেকের মনেই।

কিন্তু এই কেষ্ট যে সেই কেষ্ট নয়। রঘুনাথপুর পঞ্চায়েত ভোটের প্রার্থী খুবই সাদামাটা এক টোটোচালক। সারাদিন টোটো চালিয়ে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার চালান। অবশ্য রাজনীতির ময়দানে নতুন নয়। আগেরবার পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্ব সামলেছেন। এবার আবার ভোটের প্রার্থী। প্রচারে ব্যস্ত হুগলি জেলার তৃণমূল প্রার্থী কেষ্ট মণ্ডল। তাঁর নামের সঙ্গে বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলের মিল নি কার্যত লজ্জিত রঘুনাথপুরের কেষ্ট। তিনি বলেন, “কোথায় চাঁদ আর কোথায় চাঁদা মাছ। কোথায় অনুব্রত মণ্ডলের মতো একজন নামী নেতা আর আমি একজন সামান্য কর্মী।”

Advertisement

[আরও পড়ুন: ভোটের চারদিন আগে ফের মৃত্যু, বোমা বাঁধার সময় বিস্ফোরণে প্রাণ গেল যুবকের]

তবে বীরভূমের কেষ্ট মণ্ডলের মতো নকুলদনা বা চরাম চরাম এসব কথা বলতে শোনা যায় তাঁকে। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরেই পঞ্চায়েত ভোটের প্রচার সারছেন রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী কেষ্ট মণ্ডল। নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি।

[আরও পড়ুন: কৃষি মন্ত্রকে চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকার জালিয়াতি, গ্রেপ্তার মন্ত্রকেরই ‘ভুয়ো’ কর্তা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement