Advertisement
Advertisement
WB Panchayat Election 2023

শিবঠাকুরের স্ত্রী TMC প্রার্থী, মামলা করে অনুব্রতর দিল্লিযাত্রা আটকানোর চেষ্টার পুরস্কার? তুঙ্গে জল্পনা

কী বলছে তৃণমূল?

WB Panchayat Election 2023: TMC allegedly rewarded candidate for helping Anubrata Mandal । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 15, 2023 7:55 pm
  • Updated:June 15, 2023 8:08 pm  

নন্দন দত্ত, বীরভূম: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন শিবঠাকুর মণ্ডল। তার জেরে দুবরাজপুর থানা শ্যোন অ্যারেস্ট করে অনুব্রতকে। গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতির দিল্লিযাত্রা বিলম্বিত হয়। সেই শিবঠাকুরের স্ত্রী-ই পঞ্চায়েত ভোটে এবার তৃণমূল প্রার্থী। অনুব্রতর দিল্লিযাত্রা বিলম্বিত করার পুরস্কার, খোঁচা বিরোধীদের। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডল। তাঁর স্ত্রী লিপিকা বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটে (Panchayat Vote 2023) তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। গরু পাচার মামলায় নাম জড়ালেও অনুব্রতকে দলীয় পদ থেকে সরানো হয়নি। তিনি এখনও বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তা সত্ত্বেও কেন অনুব্রত বিরোধী শিবঠাকুর ঘরনিকে কেন প্রার্থী করল তৃণমূল, স্বাভাবিকভাবেই তা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Advertisement

[আরও পড়ুন: সারা রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে নির্দেশ হাই কোর্টের]

সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষের দাবি, “তিহাড় যাত্রার ঠিক আগে শিবঠাকুর মণ্ডল অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ করেন। শিবঠাকুর ভেবেছিলেন এভাবে দিল্লি যাত্রা আটকাবেন। আটকাতে না পারলেও দিল্লি যাত্রায় বিলম্ব হয়েছে। তাই শিবঠাকুর মণ্ডলের স্ত্রীকে পঞ্চায়েত ভোটে পুরস্কার দেওয়া হল।”

জেলা তৃণমূল সভাধিপতি তথা জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী অভিযোগ খারিজ করেছেন। তাঁর দাবি, “শিবঠাকুর মণ্ডল বরাবর তৃণমূলের সদস্য। তৃণমূলের সঙ্গে ছিলেন। যোগ্য মনে করা হয়েছে তাই তাঁকে প্রার্থী হিসাবে নির্বাচন করা হয়েছে। তার সঙ্গে পুরস্কারের কোনও সম্পর্ক নেই।” এদিকে, শিবঠাকুর ঘরনি লিপিকা মণ্ডল বিরোধীদের দাবি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: অনলাইনে খাবার অর্ডার দেওয়াই কাল, আড়াই কোটি হাতিয়ে ধৃত মহিলা ব‌্যাংক ম‌্যানেজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement