Advertisement
Advertisement
WB Panchayat Election 2023

WB Panchayat Election 2023: ‘ষড়যন্ত্রের সেনাপতি’, ভোট হিংসায় ‘নির্বাক’ নির্বাচন কমিশনার রাজীবকে তোপ রুদ্রনীলের

রাজীব সিনহার ব্যঙ্গাত্মক ছবি এঁকে বিদ্রুপ নেতা-অভিনেতার।

WB Panchayat Election 2023: Rudranil Ghosh slams wb election commissioner Rajiv Sinha | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 8, 2023 3:32 pm
  • Updated:July 8, 2023 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটকে(WB Panchayat Election 2023) কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তপ্ত বাংলা। বিভিন্ন জেলায় দফায় দফায় অশান্তি। ঝরেছে রক্তও। সকালে ৭টায় ভোট শুরুর পর থেকেই রানিনগর-কোচবিহারে খুন, ভাঙরে বোমাবাজি। রক্তস্নাত বাংলা। মনোনয়ন পর্বের গোড়া থেকেই বাংলাজুড়ে যে বেলাগাম হিংসার ছবি প্রকাশ্যে এসেছে, ভোটউৎসবের দিন তা আরও প্রকট। বিরোধী দলনেতারা একযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। এবার রাজ্যেজুড়ে হিংসার মধ্যেই নির্বাচন কমিশনের ‘নীরব’ ভূমিকা নিয়ে সরাসরি তোপ দাগলেন রুদ্রনীল ঘোষ।

রাজীব সিনহার এক ব্যঙ্গাত্মক ছবি এঁকে বিদ্রুপ বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের। ছবিতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনারের মাথার ওপর নীল-সাদা হাওয়াই চটি। তাঁর বয়ানেই ক্যাপশনে লেখা- “ম্যাডাম পেরেছি? হচ্ছে?- ইতি আদরের রাজীব।” শুধু তাই নয়, নির্বাচন কমিশনারকে ‘ষড়যন্ত্রের সেনাপতি’ বলেও তোপ দাগলেন রুদ্রনীল। নেতা-অভিনেতার সেই পোস্ট আপাতত নেটদুনিয়ায় দাবানল গতিতে ভাইরাল।

Advertisement

রুদ্রনীল ঘোষের পোস্টের সমর্থনে কমেন্টবক্সে সৌমিত্র খাঁ লিখেছেন, “দারুণ দিয়েছো।” প্রসঙ্গত, শনিবার ভোটের দিন রাজ্যজুড়ে যেভাবে হিংসার বলি হয়েছে আমজনতা, সেপ্রসঙ্গে নির্বাচন কমিশনারকে ফোন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি প্রশ্ন ছোঁড়েন, “আর কত রক্ত চাই?” শুধু তাই নয়, রাজীব সিনহার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু, কৌস্তভ বাগচীরা।

[আরও পড়ুন: ‘আর কত রক্ত চাই?’, রাজীব সিনহাকে তোপ, কমিশনে তালা লাগানোর হুঁশিয়ারি শুভেন্দুর]

উল্লেখ্য, শনিবার ভোট প্রক্রিয়া শুরুর প্রায় ঘণ্টাতিনেক বাদে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে পৌঁছন রাজীব সিনহা। এখনও পর্যন্ত রাজ্যে হিংসার বলি হয়েছেন ১০ জন। গুরুতর আহত বহু। তবে বেলাগাম এই হিংসা-অশান্তি নিয়ে এখনও মুখে কুলুপ নির্বাচন কমিশনারের। সেই প্রেক্ষিতেই রাজীব সিনহাকে তোপ দাগলেন রুদ্রনীল ঘোষ।

আরও পড়ুন: ভোট হিংসায় ‘মমতার গণতন্ত্র’কে তোপ বিজেপির, ‘বেশি মৃত্যু তৃণমূল কর্মীরই’, পালটা শাসকদলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement