Advertisement
Advertisement

Breaking News

WB Panchayat Election

WB Panchayat Election: ‘আধাসেনার কী দরকার?’, পঞ্চায়েত ভোট নিয়ে উলটো সুর ঝাড়গ্রামের বিজেপি সাংসদের

বিজেপি সাংসদের বক্তব্য তাৎপর্যপূর্ণ, বলছে রাজনৈতিক মহল।

WB Panchayat Election: No need for central forces, says Jhargram BJP MP | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 12, 2023 5:33 pm
  • Updated:June 12, 2023 6:19 pm  

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: রাজ্যের বিরোধী দলনেতা-সহ রাজ্য বিজেপির নেতৃত্ব কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে পঞ্চায়েত ভোট করানোর পক্ষে সওয়াল করছেন। কিন্তু ঝাড়গ্রাম (Jhargram) জেলায় উলট পুরাণ। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ (BJP MP) কুনার হেমব্রম তখন রাজ্য পুলিশেই তাঁর ভরসার কথা প্রকাশ করলেন!

সোমবার বিজেপি প্রার্থীদের মনোনয়নে ঠিকঠাক চলছে কি না, তা দেখতে গোপীবল্লভপুর (Gopiballabhpur) বিডিও অফিসে এসেছিলেন বিজেপি সাংসদ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সব দল, প্রশাসনের সহযোগিতা যদি থাকে তাহলে অন্যান্য রাজ্যের মতোই এখানে ভোট হবে। এর জন্য কী দরকার আধাসেনার? আমরা চাই, শান্তিপূর্ণভাবে সবার সহযোগিতায় ভোট হোক।”

Advertisement

বিজেপি সাংসদ কুনার হেমব্রমের (Kunar Hembram) এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন কুনারবাবুর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য অবনী ঘোষ। উল্লেখ্য, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় বিজেপি বেশ ভাল ফল করেছিল। ৭৯ টি গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) মধ্যে ২৪ টি দখল করেছিল বিজেপি। গোপীবল্লভপুর এক পঞ্চায়েত সমিতি দখল করেছিল। গোপীবল্লভপুর এক ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছ’টি বিজেপি দখল করে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে (Loksabha Election) ঝাড়গ্রাম আসনটি বিজেপি দখলে। সাংসদ হন কুনার হেমব্রম।

[আরও পড়ুন: অশান্তির আবহে বিপরীত ছবি, মনোনয়ন কেন্দ্রে বিরোধীদের গোলাপ ফুল হাতে অভ্যর্থনা তৃণমূলের]

কিন্তু ২০২১ সালে বিধানসভা নির্বাচনে শাসকদলের ব্যাপক জয় বিজেপিকে কিছুটা হলেও পিছনের পায়ে ঠেলে দেয়। ঝাড়গ্রামের চারটি বিধানসভা দখল করে তৃণমূল। আর শাসকদলের এই সাফল্যের জেরে জেলায় পর পর গ্রাম পঞ্চায়েতগুলি বিজেপির হাতছাড়া হয়। বিজেপি ছেড়ে বহু বিজেপি নেতা, কর্মী তৃণমূলে যোগদান করেন। গোপীবল্লভপুর এক ব্লক ছাড়া অন্যন্য সব ব্লকেই কম বেশি বিজেপির গ্রাম পঞ্চায়েত গুলি হাতছাড়া হয়। আবারও একটা পঞ্চায়েত নির্বাচন। এবারও বিজেপি আশাবাদী, পঞ্চায়েত স্তরে ভাল ফল করবে দল।

[আরও পড়ুন: ‘বাংলা জ্বলছে, জ্বালাচ্ছেন দিদি, দুর্নীতি-হিংসাই ওখানকার নিউ নর্মাল’, তোপ অনুরাগ ঠাকুরের]

অন্যদিকে, এদিন হুগলি জেলার বেশ কয়েকটি বিডিও অফিসে মনোনয়ন পরিদর্শন করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। পাণ্ডুয়ায় বিডিও অফিসের সামনে তাঁকে পুলিশ ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। কথা কাটাকাটিও হয়। কিন্তু পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। লকেট জানান, তিনি যেসব জায়গা পরিদর্শ করেছেন, সেখানে মনোনয়ন পর্ব শান্তিপূর্ণই চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement