বিক্রম রায়, কোচবিহার: আগামী সপ্তাহ থেকে পঞ্চায়েত ভোটের (Panchayat election) প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ দিয়ে শুরু হচ্ছে ভোট প্রচার। সূত্রের খবর, রবিবারই তিনি উড়ে যাচ্ছেন কোচবিহার। সোমবার সেখানে জনসভা। কোচবিহারে প্রচার সেরে আলিপুরদুয়ার যেতে পারেন তৃণমূল (TMC) নেত্রী। তবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সূচি স্থির হয়নি। মঙ্গলবার তাঁর কলকাতায় ফিরে আসার কথা।
কোচবিহার (Cooch Behar) জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, রবিবার বিকেলের মধ্যে তিনি পৌঁছে যাবেন জেলায়। আগামী সোমবার কোচবিহার ১ ব্লকে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন প্রাণনাথ হাই স্কুলের মাঠে সভার আয়োজন করা হচ্ছে। বেলা ১১ টা থেকে সভা শুরু হওয়ার কথা। কোচবিহারের সভা সেরে পাশের জেলা আলিপুরদুয়ারে (Alipurduar) যেতে পারেন তৃণমূল নেত্রী।
পঞ্চায়েত ভোটে প্রচার কৌশল ঠিক করতে গত সপ্তাহে কালীঘাটের তৃণমূল কার্যালয়ে দলের সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতৃত্ব। সেখানে সকলকে প্রচারের ছক বেঁধে দেওয়া হয়েছিল। গ্রামাঞ্চলে ভোটের প্রচারে শামিল হতে হবে সবাইকে, এমনকী তারকা বিধায়ক-সাংসদদেরও। এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো তৃণমূলের তারকা নেতানেত্রীরা প্রচারে নেমেছেন ইতিমধ্যেই। সায়নী ঘোষ (Saayoni Ghosh) থেকে শুরু করে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা (Sayantika Banerjee) জেলায় জেলায় ঘুরে প্রচার সারছেন।
এবার পঞ্চায়েতের প্রচারে মাঠে নামছেন স্বয়ং দলনেত্রী। শুরু করছেন উত্তরের জেলা কোচবিহার থেকে। আসলে সম্প্রতি সীমান্ত লাগোয়া কোচবিহার জেলা নানা কারণে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসছে। কখনও গরু পাচার আটকানোর নামে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিরীহ মানুষের মৃত্যু, কখনও আবার তুমুল রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁর ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছিলেন এই কোচবিহার থেকেই। আর তৃণমূল নেত্রীও প্রচারের সূচনা হিসেবে বেছে নিলেন কোচবিহারকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.