নন্দন দত্ত, সিউড়ি: হেলিকপ্টার দুর্ঘটনার পর বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিৎসকের। এদিকে, আর মাত্র পাঁচদিন পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তাই প্রচারের সময়ও খুব কম। এই পরিস্থিতিতে এবার ভারচুয়াল জনসভার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আগামিকাল অর্থাৎ সোমবার দুবরাজপুরের সভায় ভারচুয়ালি যোগ দেওয়ার কথা তাঁর।
গত বছরের আগস্টে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর মতো দোর্দণ্ডপ্রতাপ দক্ষ সংগঠকের গ্রেপ্তারি ঘাসফুল শিবিরের কাছে যথেষ্ট বড় ধাক্কা বলেই মত রাজনৈতিক মহলের। গরু পাচার মামলায় অনুব্রতর গ্রেপ্তারির পর বীরভূম জেলা সভাপতির পদ হারাননি তিনি। তবে তাঁর অনুপস্থিতিতে কোর কমিটি গঠন করেন মমতা। বীরভূমে সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে এটিই প্রথম ভোট। রাজনৈতিক মহলের মতে, অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত নির্বাচনে ঘাসফুল ফোটানোই তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ।
এই পরিস্থিতিতেই জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগে তাঁর হেলিকপ্টার জরুরি অবতরণে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে চিকিৎসক বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। সম্ভবত সে কারণেই কথা থাকলেও ভোটের (West Bengal Panchayat Election 2023) আগে অনুব্রতহীন বীরভূমে সশরীরে যাচ্ছেন না মমতা। তার পরিবর্তে সোমবার দুবরাজপুরের সভায় ভারচুয়ালি যোগ দেওয়ার কথা তাঁর। সেই সময় দুবরাজপুরে উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.