সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ। ভোটের (WB Panchayat Election 2023) মুখে আইএসএফ প্রার্থীর স্বামীকে আটক করল পুলিশ। তার প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দলীয় কর্মী-সমর্থকদের। অবরোধে আটকে পড়ে চূড়ান্ত নাকাল স্থানীয়রা।
ধৃত মইনুদ্দিন শেখ, কুলপির বাসিন্দা। ওই এলাকার ২৮ নম্বর বুথের গ্রামসভার আইএসএফ প্রার্থী হাফিজা খাতুনের স্বামী তিনি। অভিযোগ, কুলপির কুণ্ডে এলাকায় পূর্ত দপ্তরের জমিতে অবৈধভাবে তিনি নির্মাণকাজ করেন। আর সেই অভিযোগেই পুলিশ মইনুদ্দিন শেখকে আটক করে পুলিশ। তারই প্রতিবাদে আইএসএফ কর্মী-সমর্থকরা ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাগাড়িয়া মোড়ে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কুলপি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আইএসএফ জেলা নেতৃত্ব পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত ওই আইএসএফ কর্মী মইনুদ্দিন শেখকে ছেড়ে দেয়। উঠে যায় অবরোধ।
দক্ষিণ ২৪ পরগনার আইএসএফের সহ সম্পাদক বাহাউদ্দিন মোল্লা বলেন, “পুলিশ মিথ্যে অভিযোগে প্রার্থীর স্বামীকে আটক করেছিল। যে জায়গায় তাঁদের কর্মী মইনুদ্দিন নির্মাণ করেছিলেন তা সরকারি জায়গায় নয়। পরে পুলিশের সঙ্গে আলোচনার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হয়। তারপর অবরোধ উঠে যায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.