কল্যাণ চন্দ্র, বহরমপুর: পঞ্চায়েত ভোট নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীরের দাবি, পঞ্চায়েত নির্বাচনের জন্য নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে। যা মানুষের ভোট লুঠ করতে ব্যবহার করবে শাসক দল। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
অধীরের অভিযোগ, পুলিশের সাহায্যে তৃণমূল নকল ব্যালট পেপার ছাপছে। যা মানুষের রায়কে বদলে দিতে ব্যবহার করা হবে। তৃণমূল ভয়ংকর কারচুপির খেলা খেলছে। বুধবার বহরমপুরে এক এক সাংবাদিক বৈঠকে অধীর বলেন, ‘নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে। সেই ব্যালট বুথ থেকে স্ট্রংরুমে যাওয়ার পথে পরিবর্তিত হবে। ব্যালট পেপার যারা ছাপে, যাদের কাছে কম্পিউটারের চাবি থাকে সেই চাবি পুলিশ চাইছে। সেই চাবি দিতে অস্বীকার করাতে পুরুলিয়ায় তিন তিনটে অফিসারকে তাড়িয়ে দেওয়া হয়েছে।” প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, “মানুষের ভোটকে পরিবর্তন করে, নিজেদের জয় নিশ্চিত করতে চাইছে শাসকদল।’
অধীর একা নন, নকল ব্যালট পেপার ছাপার এই অভিযোগে সরব হয়েছে বিজেপিও। পুরুলিয়ার আধিকারিকদের বরখাস্ত করা হল কেন? সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপি সভপতি সুকান্ত মজুমদারও। তাঁরও দাবি বিভিন্ন এলাকা থেকে নকল ব্যালট পেপার ছাপার অভিযোগ আসছে। একই অভিযোগ করেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ-ও।
যদিও শাসকদল এই অভিযোগ ফুঁৎকারে উড়িয়ে দিয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অধীরকে পালটা বিঁধে বলেছেন, “জেলাভিত্তিক কংগ্রেসের প্রার্থীর সংখ্যাটা দেখেছেন ? লোক নেই প্রার্থী দিতে পারেনি। গোহারা হারবে অর্ধেক জায়গায়। বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের নির্বাচন কমিশন, সিপিএম এর সঙ্গে জোট, আইএসএফের সঙ্গে জোট, আট দফায় নির্বাচন , এত সব করেও তো শূন্য পেয়েছিলেন। তারপর এই সব কথা বলতে লজ্জা করছে না।” কুণালের বক্তব্য, “অধীর ব্যর্থতম প্রদেশ কংগ্রেস সভাপতি। নিজের ব্যর্থতা ঢাকতে আগাম অজুহাত খুঁজছেন তিনি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.