Advertisement
Advertisement
WB Panchaayat Polls

WB Panchayat Polls: জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ, বাদ পড়লেন জেলা সভাধিপতি

সূত্রের খবর, বাঁকুড়া জেলা পরিষদের ৪৪ নং আসনের প্রার্থী সুজাতা খাঁ।

WB Panchaayat Polls: Sujata Mandakl Khan is TMC candidate for Zila Parishad polls in Bankura | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 14, 2023 5:06 pm
  • Updated:June 15, 2023 4:17 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: একুশের বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2021) আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পুরস্কার পেয়েছিলেন। আরামবাগ থেকে শাসকদলের প্রার্থী হয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। তবে বিধানসভা ভোটে জিতে বিধায়ক হতে পারেননি তিনি। এবার পঞ্চায়েত ভোটে (Panchayat Polls) ফের সুজাতার উপর ভরসা রেখেছে শাসকদল। বাঁকুড়া জেলা পরিষদের ৪৪ নং আসনের প্রার্থী হতে চলেছেন সুজাতা। তবে বিদায়ী জেলা সভাতিপতি তথা রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বাদ পড়েছেন। এবার তাঁকে আর প্রার্থী করা হচ্ছে না বলেই সূত্রের খবর। 

জানা গিয়েছে, জেলা পরিষদের ৪৪ নং আসন, জয়পুর থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mandal Khan)। তাঁর বাড়ি যদিও বড়জোড়ায়। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) জয়পুর থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। তবে এবারের প্রার্থী তালিকা থেকে বাদ পড়ছেন বর্তমান জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু-সহ একাধিক কর্মাধ্যক্ষ। মৃত্যুঞ্জয় মুর্মু রায়পুরের তৃণমূল বিধায়কও। তবে প্রার্থী না হওয়ায় কোনও ক্ষোভ নেই তাঁর। তিনি বলেন, ”আমি তো বিধায়ক। এই জায়গায় অন্য জন আসা খুব দরকার। দলের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।”

Advertisement

[আরও পড়ুন: ISF-এর ৩ প্রার্থীকে ভাঙড়ে মনোনয়নে বাধা! পুলিশকে বিশেষ নির্দেশ হাই কোর্টের]

উনিশের লোকসভা নির্বাচনের আগে দলত্যাগ করে বিজেপিতে যোগদান করেন সৌমিত্র খাঁ, সুজাতা মণ্ডল খাঁ। সেবার বিজেপির টিকিটে বিষ্ণুপুর থেকে দাঁড়ানো সৌমিত্র খাঁ-কে (Soumitra Khan) জেতানোর জন্য উদয়াস্ত প্রচারে শামিল ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা। ভোটে জিতে সৌমিত্র এখন বিজেপি সাংসদ। তবে একুশের বিধানসভা নির্বাচনের আগে সুজাতা আচমকাই তৃণমূলে (TMC) ফিরে আসেন। তারপর তাঁদের দাম্পত্যেও জটিলতা তৈরি হয়। এই মুহূর্তে সৌমিত্র ও সুজাতার মধ্যে ডিভোর্স মামলা চলছে।

[আরও পড়ুন: ফিরিয়েছেন আবাস যোজনা, ভাঙা বাড়িতে থেকে পঞ্চায়েতে প্রার্থী কেশপুরে অভিষেকের মঞ্চে থাকা ২ জন]

গত বিধানসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্র থেকে সুজাতা পরাজিত হলেও তৃণমূল তাঁকে সাংগঠনিক দায়িত্বে রেখেছে। তিনিও যথেষ্ট সক্রিয়। তাই আসন্ন পঞ্চায়েত সুজাতার উপরই ফের ভরসা রাখছে দল। তাই জেলা পরিষদের প্রার্থী করা হচ্ছে তাঁকে। এ নিয়ে সুজাতা মণ্ডল খাঁ’র প্রতিক্রিয়া, ”খুব ভাল লাগছে। দল আমার উপর ভরসা রেখেছে। আবার আমাকে প্রার্থী করেছে। চেষ্টা করব খুব ভাল করে কাজ করার।”

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement