Advertisement
Advertisement

Breaking News

WB Minister Sovandeb Chattopadhyay warns HC judge Abhijit Gangopadhyay

‘সংযত হয়ে কথা বলা ভাল’, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হুঁশিয়ারি মন্ত্রী শোভনদেবের

সম্প্রতি 'জালে ধেড়ে ইঁদুর ধরা পড়বে' বলে নিয়োগ দুর্নীতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিচারপতি।

WB Minister Sovandeb Chattopadhyay warns HC judge Abhijit Gangopadhyay । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 2, 2022 7:55 pm
  • Updated:December 2, 2022 7:55 pm  

অর্ণব দাস, বারাকপুর: নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক আলোড়ন ফেলে দেওয়া রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসে তাঁর নানা মন্তব্য নিয়ে চলছে জোর আলোচনা। সম্প্রতি ‘জালে ধেড়ে ইঁদুর ধরা পড়বে’ বলে মন্তব্যও করেন তিনি। এবার বিচারপতিকে সংযত হওয়ার বার্তা দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “বিধানসভাতেও আলোচনা হচ্ছিল। মাননীয় স্পিকার বলেছেন, আমাদের প্রত্যেকেরই ভাষা সংযত হওয়া উচিত। সেটা আমার দল হোক, বিরোধী দল হোক অথবা যিনি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে আছেন যাকে আমরা শ্রদ্ধার চোখে দেখি। সকলেরই একটু সংযত হয়ে কথা বললে ভাল।” এরপরই তার সংযোজন, “আমি প্রথম দিনই বলেছিলাম, যারা অন্যায় করবে শাস্তি পাবে। আমাদের কিছু বলার নেই।”

Advertisement

[আরও পড়ুন: ঝালদা পুরসভার ৬ বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাই কোর্টের]

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি বলেন, “সিবিআই দিল্লির বিরুদ্ধে অনন্ত করলে সকলের কোমরে দড়ি পড়বে। আজকে যারা ৫০ কোটি টাকা ধরা পড়া নিয়ে লাফালাফি করছে তারাই বিদেশে ১৩ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় সেভ প্যাসেজ করে দিয়েছিল। এই চোররা কিন্তু ধরা পড়ছে না। তবে একদিন ধরা পড়বে।”

শুক্রবার উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ওভারহেড ট্যাংক এবং ভূগর্ভস্থ রিজার্ভার উদ্বোধন করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ, পুরসভার চেয়ারম্যান মলয় রায়, পুর আধিকারিক-সহ অন্যান্যরা। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “যদি একটা রাজনৈতিক দল বলতে পারে তাদের দলে খারাপ লোক নেই, চোর নেই, তাহলে সেই দলের আমি চাকরবৃত্তি করব। সমাজে যদি দুর্নীতিগ্রস্ত লোক থাকে তাহলে তার প্রতিফলন প্রতিটি রাজনৈতিক দলে পড়বে।”

[আরও পড়ুন: মাদকাসক্ত হয়ে পড়ছে যুবসমাজ, কলকাতায় সমস্ত হুক্কা বার বন্ধের নির্দেশ পুরসভার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement