Advertisement
Advertisement

Breaking News

Partha Bhowmick

‘মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না, তাঁকে ভগবান তৈরি করেছেন’, রাজ চক্রবর্তীর পর বেফাঁস পার্থ ভৌমিক

'রাজের মন্তব্যের সমালোচকদের জবাব দিলাম', বললেন সেচমন্ত্রী।

WB Minister Partha Bhowmick supports MLA Raj Chakraborty's comment by saying that Mamata Banerjee is god's gifted | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 23, 2022 7:17 pm
  • Updated:October 23, 2022 7:38 pm  

অর্ণব দাস, বারাসত: ”শচীন তেন্ডুলকর যেমন গড গিফটেড, লতা মঙ্গেশকর যেমন গড গিফটেড, মমতা বন্দ্যোপাধ্যায়ও গট গিফটেড।” রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন বারাকপুরের তারকা বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনাও কম হয়নি। এবার রাজেরই কথার প্রতিধ্বনি শোনা গেল জেলার আরেক বিধায়ক পার্থ ভৌমিকের (Partha Bhowmick) গলায়। রবিবার বারাসতে শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে একই কথা বলেন মন্ত্রী। আর তাঁর এই বক্তব্যের ভিডিও ভাইরাল (Viral Video) হতে ফের নানা মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিনের অনুষ্ঠান শেষে এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন, “রাজ চক্রবর্তী এই মন্তব্যে যাঁরা সমালোচনা করেছেন, আমি তাঁদের উত্তর দিলাম।”

এদিন পাইওনিয়ার অ্যাথলেটি ক্লাবের শ্যামাপুজোর (Kali Puja) উদ্বোধনে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। উদ্বোধনী মঞ্চে রাজ চক্রবর্তী বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “শচীন তেন্ডুলকর যেমন গড গিফটেড, লতা মঙ্গেশকর যেমন গড গিফটেড, মমতা বন্দ্যোপাধ্যায়ও গট গিফটেড। অন্য দলের নেতারা এই বক্তব্যের অনেক সমালোচনা করেছেন। আমাকেও অনেক সাংবাদিক এই নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। আমি তাঁদের বলেছি, যাঁরা পড়াশোনা জানা বিরোধী, তাঁরা কিন্তু বিরোধিতা করবেন না। আর কেউ যদি কম জেনে বিরোধিতা করেন তাঁদের জন্য আমার সহানুভূতি রইল।”

Advertisement

[আরও পড়ুন: মেলবোর্নে লেখা হল প্রতিশোধের ইতিহাস, হার্দিক-কোহলি ম্যাজিকে পাক বধ ভারতের]

এরপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দীর্ঘ রাজনৈতিক জীবনের আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “ইচ্ছে করলেই কেউ মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন না। চাইলেই ২৬ দিন অনশন করতে পারবেন না। লাঠির আঘাতে এত আহত হওয়ার পরও আন্দোলনের মাটি কামড়ে পড়ে থাকা, পারবেন না কেউ। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়দের ভগবান তৈরি করেন।”

[আরও পড়ুন: ‘জীবনের সেরা টি-২০ ইনিংস’, ম্যাচ জিতিয়ে গলা ধরে এল আবেগপ্রবণ বিরাটের]

এদিন দুর্নীতির প্রসঙ্গেও মুখ খোলেন মন্ত্রী। তিনি বলেন, “কোনও একজন চিকিৎসক যদি চিকিৎসা করতে গিয়ে ভুল করেন, তাহলে সমগ্র চিকিৎসক সমাজকে যেমন তার সঙ্গে যুক্ত করা ঠিক নয়। তেমনই তৃণমূল কংগ্রেসের কোনও নেতা বা মন্ত্রী যদি অন্যায় করে থাকেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল পরিবার কালিমালিপ্ত হতে পারে না। যে অন্যায় করেছে সেটা তার ব্যক্তিগত অন্যায়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement