চঞ্চল প্রধান, হলদিয়া: দু-দুবার তাঁর ডেরায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু হদিশ মেলেনি। সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের খোঁজ (Shahjahan Sheikh)। কিন্তু নিমেষে তাঁর হদিশ দিয়ে দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri)! বৃহস্পতিবার হলদিয়ায় সরকারি কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল গিরি বললেন, ”রাজ্যের বাইরে আছেন চিকিৎসার জন্য।”
সন্দশখালির (Sandeshkhali) তৃণমূল নেতা শেখ শাহজাহান এখন কোথায়? ইডি দু বার তাঁর বাড়ি, এলাকায় তল্লাশি চালিয়েও কোনও ইঙ্গিত পায়নি। এনিয়ে যখন প্রশ্ন সবমহলে, তখনই শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ”চিকিৎসার জন্য শেখ শাহজাহান রাজ্যের বাইরে গেছেন”, বৃহস্পতিবার হলদিয়ায় রাজ্য সরকারের শ্রমদপ্তর আয়োজিত শ্রমিক মেলায় এসে এমনই দাবি করলেন মন্ত্রী।
তাঁর কথায়, “শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। কোথায় আছে জানা নেই। পুলিশ খুঁজছে। অপরাধীকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে নিশ্চিত পুলিশ খুঁজছে, চুপচাপ বসে নেই। উনি অসুস্থ ছিলেন। বাইরে গিয়েছেন চিকিৎসার জন্য। কোথায় গিয়েছে, সেটা আমি জানি না। তবে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মধ্যে নেই। বাইরে কোথাও আছেন। ওর ধরা দেওয়া উচিত কিনা, আত্মসমর্পণ করবে কিনা সেটা ওর নিজের ব্যাপার।” শেখ শাহজাহানের প্রতি তাঁর আরও পরামর্শ, ইডি ২৯ তারিখে হাজিরা দিতে বলেছে। যদি তাঁর কোনও অসুবিধা হয়ে থাকে, তাহলে সময় চেয়ে নিতে পারে।
বিতর্কিত শেখ শাহাজাহানকে নিয়ে যখন গোটা দলের মুখে কুলুপ, কেউ কিছু বলছেন না, সেখানে কারামন্ত্রী অখিল গিরির এহেন মন্তব্য যথেষ্ট সমালোচনার মুখে পড়েছে। আগেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) গাত্রবর্ণ নিয়ে অশালীন মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল। সেই ঘটনায় মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল। এবার শেখ শাহজাহানের অবস্থান নিয়ে মুখ খুলে ফের বিতর্ক উসকে দিলেন, তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.