Advertisement
Advertisement
Digha

কুণালের আশ্বাসের পরই দিঘা মোহনার ভাঙন পরিদর্শনে সেচমন্ত্রী, জরুরি ভিত্তিতে শুরু হবে কাজ

রাজ্যের পদক্ষেপে খুশি মৎস্যজীবীরা।

WB Irrigation Minister visits Digha to solve the problems of local people | Sangbad Pratdiin
Published by: Sulaya Singha
  • Posted:December 14, 2022 5:00 pm
  • Updated:December 14, 2022 5:00 pm  

রঞ্জন মহাপাত্র, পূর্ব মেদিনীপুর: দিঘার মোহনায় সমুদ্রের ভাঙন নিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন কুণাল ঘোষ। সেই আশ্বাসের কয়েকদিনের মধ্যেই সেচমন্ত্রী পার্থ ভৌমিক ওই এলাকা পরিদর্শন করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভাঙনের স্থায়ী সমস্যা করার বার্তা দিলেন।

আজ, বুধবার দিঘা (Digha) মোহনা পরিদর্শনে যান রাজ্যের সেচমন্ত্রী। সংশ্লিষ্ট ভাঙন এলাকা পরিদর্শনে আসেন সেচমন্ত্রী। জানানো হয়, জরুরি ভিত্তিতে শুরু হবে ভাঙন রোধের কাজ। স্বাভাবিক ভাবেই এ খবরে খুশি মৎস্যজীবীরা।

Advertisement

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ফের ধাক্কা, DA মামলা শুনতেই চাইলেন না বিচারপতি]

পর্যটন শহর দিঘা ও তার পারিপার্শ্বিক এলাকায় গত সোমবার পৌঁছে গিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অখিল গিরিও। বেশ কিছুক্ষণ মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে কথা হয় তাঁদের। ভাঙন সমস্যায় জর্জরিত দিঘার মোহনা উপকূল। প্রতি অমাবস্যা, পূর্ণিমা কোটাল-সহ প্রতিকূল আবহাওয়া তৈরি হলে বিপদের প্রমাদ গুনতে হয় স্থানীয় শুঁটকি পট্টির মৎস্যজীবীদের। জোয়ার ভাসিয়ে নিয়ে যায় তাঁদের বাসস্থান। ক্ষতি হয় কারবারের। কুণাল ঘোষ এলাকায় যাওয়া মাত্রই সেই সমস্ত পরিস্থিতির কথা তাঁর সামনে তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। এরপরই রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। ১৫ দিনের মধ্যে সেচমন্ত্রী এলাকা পরিদর্শন করবেন বলে আশ্বাস দেন তিনি। সমস্যা তবে বিশেষ সময় নষ্ট না করে বুধবারই হাজির হলেন সেচমন্ত্রী।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর কাঁথির সভা থেকে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রত্যেকের ঘরে ঘরে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন তিনি। তার পরদিন অর্থাৎ ৪ ডিসেম্বর হলদিয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎবিহীন দুই গ্রাম বিষ্ণুরামচক এবং সৌতনপুরে যান কুণাল ঘোষ। কুণালের প্রতিশ্রুতির ২৪ ঘণ্টার মধ্যে ওই গ্রাম দু’টিতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় রাজ্য। এবার দিঘা মোহনার সমুদ্র ভাঙনের সমস্যা মেটার দিকেও পদক্ষেপ করা হল।

[আরও পড়ুন: মেঘালয় থেকে ফেরার আগে বিমানবন্দরে কেনাকাটায় ব্যস্ত মমতা, ভিডিও করলেন অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement