Advertisement
Advertisement
ফলাফল

প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল, ইতিহাস গড়ে প্রথম দশে রেকর্ড সংখ্যক কৃতী

ছাত্রদের তুলনায় এবার ছাত্রীদের পাশের হার সামান্য কম৷

WB Higher Secondary exam 2019 results announced
Published by: Sucheta Sengupta
  • Posted:May 27, 2019 10:28 am
  • Updated:May 27, 2019 3:44 pm

দীপঙ্কর মণ্ডল: ভোটপর্ব পুরোপুরি মিটে যাওয়ার পর এরাজ্যে ঘোষিত উচ্চমাধ্যমিকের ফলাফল৷পরীক্ষার ৭৪ দিনের ফলপ্রকাশ করল উচ্চশিক্ষা সংসদ৷ সকাল ১০টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন উচ্চশিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস৷ ২৬ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পরীক্ষা হয়েছে৷ সাফল্যের নিরিখে উচ্চমাধ্যমিকে ছাত্রীরা কিছুটা পিছিয়ে পড়ল৷ এবার মোট পাশের হার ৮৬.২৯ শতাংশ৷ ছাত্রদের পাশের হার ৮৭.৪৪ শতাংশ, ছাত্রীদের হার ৮৫.৩০ শতাংশ৷ দুই মেদিনীপুর, কলকাতা এবং কালিম্পং -এই চার জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি৷

[আরও পড়ুন: বিজেপির ভরসায় তৃণমূলের দখল থেকে পার্টি অফিস মুক্ত করল সিপিএম]

Advertisement

মেধাতালিকার প্রথম দশে রয়েছেন ১৩৭ জন ছাত্রছাত্রী, যা উচ্চশিক্ষা সংসদের ইতিহাসে এই প্রথম বলে জানিয়েছেন চেয়ারপার্সন মহুয়া দাস৷ এদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৩৫৷ মেধাতালিকায় অধিকাংশ স্থানই দখল করে নিয়েছে জেলার পড়ুয়ারা৷ প্রথম তিনে কোচবিহারের বেশ কয়েকজনের নাম রয়েছে৷এমনকী প্রথম স্থানও যুগ্মভাবে দখল করেছেন দু’জন৷ কলকাতারও বেশ কয়েকজন পরীক্ষার্থী নিজেদের নাম তুলেছে মেধাতালিকায়৷ একনজরে দেখে নেওয়া যাক প্রথম দশের মেধাতালিকা৷ 

প্রথম:  শোভন মণ্ডল (৪৯৮)– বীরভূম জেলা স্কুল  এবং রাজর্ষি বর্মন (৪৯৮)– কোচবিহার জেনকিন্স স্কুল৷

HS-1ST

 

 

দ্বিতীয়: সংযুক্তা বসু (৪৯৬) – বিধাননগর হাইস্কুল, তন্ময় মাইকাপ (৪৯৬)– বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠ,পূর্ব মেদিনীপুর, স্বর্ণদীপ সাহা(৪৯৬) – কোচবিহার দিনহাটা হাইস্কুল, ঋতম নাথ (৪৯৬) – কৃষ্ণনগর মহঃ মাসুম আখতার৷

hs-2nd-chooch-behar

 

[আরও পড়ুন: অভাব নিত্যসঙ্গী, সমাজকর্মীর সহায়তায় মাধ্যমিকের গণ্ডি পেরল কিশোর]

তৃতীয়: মৃন্ময় দেবনাথ (৪৯৪), সুপ্রিয় শীল (৪৯৪), বর্ণালী ঘোষ (৪৯৪), সুক্রিয় চক্রবর্তী (৪৯৪)

চতুর্থ: শ্রমণ জানা (৪৯২) – হুগলি,  শ্রেয়শ্রী সরকার (৪৯২) – টাকি গভঃ স্পনসর্ড স্কুল (কলকাতা)

পঞ্চম: সূ্র্যতপ বসু (৪৯১) – নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সত্যম কর (৪৯১)- যাদবপুর বিদ্যাপীঠ৷

ষষ্ঠ: পল্লব ঘোষ (৪৯০) – পাঠভবন হাইস্কুল, কিরণ মণ্ডল (৪৯০) – বাগনান হাইস্কুল, মোজাম্মেল হক (৪৯০) – বাঁকুড়া জেলা স্কুল৷

সপ্তম: সুনয়ন সরকার (৪৮৯) – আরামবাগ হাইস্কুল, সাফিদা খাতুন (৪৮৯), সৈকত বেরা (৪৮৯) – বালিপুর মেলাতলা হাইস্কুল, হুগলি

অষ্টম: সৌম্যদীপ পায়রা (৪৮৮) – পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল, যোধপুর পার্ক, গৌরব সিনহা (৪৮৮) – বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়৷

girls-in-ranks

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার ৭৫৬ জন। পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। শেষ হয় ১৩ মার্চ। পরীক্ষার ৭৪ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। সোমবার সকাল ১১টা থেকে সংসদ নির্ধারিত ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিলেই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল। নম্বরের সঙ্গে মার্কশিটে থাকবে গ্রেডেশনও।  এবছর নেপালি, উর্দু, সাঁওতালি ভাষাতেও পরীক্ষার ফলাফল বেশ ভাল বলে জানিয়েছে সংসদ৷ প্রতিটি ভাষাতেই পাশের হার ৯০ শতাংশের বেশি৷

[আরও পড়ুন: মাছ বাজারে বিধ্বংসী আগুনে পুড়ল দোকান, বিপদ বাড়াল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ]

ফলাফল জানা যাবে wbchse.nic.in, wbresults.nic.in, exametc.com, results.shiksha, westbengal.shiksha, westbengalonline.in, indiaresults.com, examresults.net, technoindiagroup.com, technoindiauniversity.ac.in, tigpublicschool.org। এই ওয়েবসাইটগুলিতে গিয়ে নির্দেশ মতো এগোলেই জানা যাবে ফলাফল। এছাড়া WB12<রোল নম্বর> টাইপ করে পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/5676750 নম্বরে। তাহলেও জানা যাবে ফলাফল।

স্ক্রুটিনি এবং রিভিউয়ের আবেদন করতে হবে অনলাইনে৷ আজ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন এবং একমাসের মধ্যে স্ক্রুটিনির ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন সংসদ সভানেত্রী মহুয়া দাস৷ ফলাফল প্রকাশিত হওয়ার পর মুখ্যমন্ত্রী কৃতীদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন৷ পাশাপাশি স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement