Advertisement
Advertisement

গিটার বাজানো নিয়ে মায়ের সঙ্গে বচসা, জন্মদিনেই আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

ভাল ছাত্র হিসেবে সুনাম ছিল অয়ন মজুমদারের।

WB higher secondary candidate commits suicide in Bankura
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 24, 2018 5:14 pm
  • Updated:July 27, 2019 6:02 pm  

টিটুন মল্লিক: গিটার বাজানো নিয়ে মায়ের সঙ্গে বচসা। জন্মদিনেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। শনিবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়া শহরের প্রতাপ বাগানে ১১ নম্বর উদিচির গলিতে। সেখানেই ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে থাকত অয়ন মজুমদার (১৬) নামের ওই ছাত্র।

মেধাবি ছাত্র ছিল অয়ন। মাধ্যমিক পরীক্ষায় ভাল নম্বর পেয়ে পাশ করেছিল বাঁকুড়ার ওন্দা থানার রতনপুর গ্রামের স্কুল থেকে। রতনপুরেই অয়নদের আদি বাড়ি। বাবা সমীরণ মজুমদার সেখানেই থাকতেন। মাঝে মাঝে স্ত্রী-ছেলের সঙ্গে দেখা করতে প্রতাপবাগানে আসতেন। তবে মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি স্কুলে ভর্তি হয়েছিল। সেখানেও মেধাবি ছাত্র হিসেবে কদর ছিল তার। উচ্চমাধ্যমিকের আগের টেস্ট পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েছিল। পড়াশোনার পাশাপাশি অয়নের ধ্যান-জ্ঞান-প্রাণ ছিল গিটার। ভাল গিটার বাজানোর জন্যও সুনাম ছিল তাঁর। বাঁকুড়া শহরের বহু অনুষ্ঠানে গিটার বাজিয়েছে অয়ন। সেই সুবাদে অনেকেরই পরিচিত হয়ে উঠেছিল।

Advertisement

[বেআইনি নির্মাণ ভাঙার জেরে ধুন্ধুমার কাটোয়ায়, বাড়ি থেকে ঝাঁপ গৃহকর্তার]

জানা গিয়েছে, শুক্রবারও এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গিটার বাজিয়েছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে গিটার বাজানোয় মায়ের সঙ্গে মনোমালিন্য হয়। মনে করা হচ্ছে, সেই অভিমানেই আত্মঘাতী হয়েছে ষোলো বছরের কিশোর। শনিবারই জন্মদিন ছিল অয়নের। ছেলের জন্য পুজো দিতে মন্দিরে গিয়েছিলেন তার মা। ফিরে এসে দেখেন সিলিং ফ্যানে ঝুলছে ছেলের দেহ। মায়ের শাড়ি ও নাইলনের দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল।

প্রাথমিক তদন্তের পর বিষয়টি আত্মহত্যা মনে হলেও খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। কারণ ভাড়াবাড়ির দরজা বাইরে থেকে দেওয়া ছিল। যদিও মৃতের মায়ের কথায়, মন্দিরে যাওয়ার সময় ছেলেই তাঁকে দরজা বাইরে থেকে দিতে বলেছিল। এ বিষয়ে নিয়ে বাড়ির মালিক উত্তম মুখোপাধ্যায়ের তরফ থেকেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবুও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে মেধাবি ছাত্রের মৃত্যুতে গোটা এলাকা শোকাচ্ছন্ন। ঘটনাস্থলে এসে দুঃখপ্রকাশ করেন বাঁকুড়া পুরসভার পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত।

[মিড ডে মিলে প্লাস্টিকের ডিম! চাঞ্চল্য পাঁশকুড়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement