সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের সঙ্গে ফের প্রকট রাজ্যের সংঘাত। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আরজি কলকাতা পুলিশকে জানান। তার পালটা জবাবও দিতে ছাড়েননি রাজ্যপাল। তবে শুক্রবারও ধনকড় জিইয়ে রাখলেন বিরোধিতার ঝাঁজ। আরও একবার টুইটে রাজ্যের বিরুদ্ধে একহাত নিলেন তিনি। প্রশ্ন তুললেন প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও।
প্রশাসনিক আধিকারিকরা কার্যত দলদাসে রূপান্তরিত হয়েছে বলে বারবার অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। শুক্রবারের টুইটেও স্পষ্ট সেই অভিযোগ। বাংলার গণতন্ত্র বিপন্ন বলেও অভিযোগ তাঁর। এই পরিস্থিতিতে রাজ্যের সকল নাগরিককে রুখে দাঁড়ানোর আহ্বান রাজ্যপালের। সংবিধান রক্ষায় সারাক্ষণ কাজ করে চলেছেন বলেও দাবি জগদীপ ধনকড়ের। আরেকটি টুইটে আবারও অবাধ এবং স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন রাজ্যপাল। ক্ষমতাকে ভুল কাজে ব্যবহার করছেন বলেও অভিযোগ তাঁর।
Public servants @MamataOfficial in political mode are grave threat to democracy.
Such “politician officials” pick teams that can execute political hatchet by abuse of police powers.
Recent positioning of ‘handpicked ones’ as IC/CI (110 already) by (ADG L&O) needs focus glare.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 27, 2020
কয়লা এবং গরুপাচার কাণ্ডে দিনকয়েক ধরে সুর চড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তারই পালটা জবাব দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক আধিকারিকদের রাজ্যপাল হুমকি দিচ্ছেন এবং তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন। কলকাতা পুলিশের কাছে রাজ্যপালের বিরুদ্ধে মামলা রুজু করার আরজিও জানান তিনি। যদিও সেই অভিযোগ খণ্ডন করেন খোদ জগদীপ ধনকড়। অবাধ নির্বাচনের কথা বললে অনেকেই আক্রমণের রাস্তায় হাঁটেন বলেও অভিযোগ তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.