Advertisement
Advertisement

Breaking News

Jalpaiguri

কমিশনের ‘শর্ত’ মেনেই পদক্ষেপ, জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতের টাকা রাজ্যের

দিনকয়েক আগে কয়েকমুহূর্তের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ির বিস্তৃর্ণ এলাকা।

WB govt to pay repairing cost of jalpaiguri people who lost house
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 11, 2024 4:19 pm
  • Updated:April 11, 2024 4:19 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: শর্ত মেনেই পদক্ষেপ। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই জলপাইগুড়ির ঝড়ে বিপর্যস্তদের বাড়ি মেরামতির টাকা দিল বিপর্যয় মোকাবিলা দপ্তর। কমিশনের ৯-এর “এ” নিয়ম মেনেই এই টাকা পাঠানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।

Four people killed as severe storms rip in Jalpaiguri
নিজস্ব চিত্র

দিনকয়েক আগে কয়েকমুহূর্তের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ির বিস্তৃর্ণ এলাকা। রাতেই ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাত জেগে উদ্ধার কাজে সাহায্য করেছিলেন। তিনি জানান, ঘরহারাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। কিন্তু যেহেতু এই মুহূর্তে রাজ্যে নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে তাই দুর্গতদের রাজ্য সরাসরি বাড়ি তৈরি করে দিতে পারে না। কমিশনের কাছে অনুমতি প্রয়োজন। কিন্তু সেই অনুমতি দেয়নি কমিশন। নির্বাচন কমিশন জানায়, রাজ্য আপাতত নতুন বাড়ি তৈরি করে দিতে পারবে না। তবে বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য করতে পারে। অল্প ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৫ হাজার এবং বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ২০ হাজার টাকা।

Advertisement

Jalpaiguri-damage

[আরও পড়ুন: আপনাদের সাক্ষাৎ পাওয়া আল্লার মেহেরবানি, রেড রোডের নমাজ কোনওদিন মিস করব না: মমতা]

কমিশনের নির্দেশ মেনেই বৃহস্পতিবার থেকে বাড়ি মেরামতির টাকা পাঠানোর কাজ শুরু করল প্রশাসন। ক্ষতিগ্রস্ত ৬৩২ টি পরিবারের মধ্যে ৪৪০ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ২০ হাজার টাকা। প্রশাসনের উদ্যোগে কুড়ি হাজার টাকা করে পেলেও খুশি নন ক্ষতিগ্রস্তরা। তাঁরা জানিয়েছেন, ঘর তৈরির জন্য প্রয়োজন আরও টাকা। এই সামান্য টাকায় টিনের ছাউনি দেওয়া ঘরও তৈরি করা সম্ভব নয়।  

[আরও পড়ুন: রাজ্যে বাম-কংগ্রেস জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত! ফব’কে বিঁধে সেলিমের তোপ, ‘বেশি কথা বলবেন না’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement