Advertisement
Advertisement

Breaking News

৭২ হাজার স্কুল শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য

স্কুল শিক্ষকদের নিয়োগে কল্পতরু রাজ্য সরকার৷

 WB Govt to appoint 72,000 School teachers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 12, 2017 3:33 pm
  • Updated:January 12, 2017 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে স্কুল শিক্ষকদের নিয়োগে কল্পতরু রাজ্য সরকার৷ বৃহস্পতিবার প্রায় ৭২ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

কয়েকদিন আগেই অধ্যাপকদের অবসরের বয়স বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ ৬০ থেকে বাড়িয়ে তা ৬২ করা হচ্ছে৷ তাতে খুশির হাওয়া খেলে যায় অধ্যাপক মহলে৷ স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও বয়স বাড়ানোর প্রস্তাব এসেছিল৷ কিন্তু এখনই তা কার্যকর করছে না রাজ্য সরকার৷ ফলে নতুন করে শিক্ষক নিয়োগের পথ খুলল৷ রাজ্যে প্রায় ৭২ হাজার শূন্যপদে স্কুল শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী৷ এদিন পার্থ চট্টোপাধ্যায় জানান, “শিক্ষকদের অবসরের বয়স বাড়ানোর কথা এখনই ভাবা হচ্ছে না৷ বরং ৭২ হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে সরকার৷ এছাড়া বিদ্যালয় শিক্ষকদের ক্ষেত্রে যে যে অসুবিধা গুলি রয়ে গিয়েছে সেগুলি নিয়েও আলোচনা করা হবে৷”  স্কুল শিক্ষকদের নিয়ে একটি সম্মেলনের কথাও ঘোষণা করেন তিনি৷

Advertisement

(মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত বিশ্ব ব্যাঙ্কের)

স্বাভাবিকভাবেই এই প্রস্তাবে খুশির হাওয়া রাজ্যের স্কুল শিক্ষক মহলে৷ অধ্যাপকদের অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্তে খানিকটা সামলোচনার মুখেও পড়েছিল রাজ্য সরকার৷ কেন বেকারদের জন্য কিছু ভাবা হচ্ছে না সে নিয়ে প্রশ্ন উঠেছি৷ এবার সে প্রশ্নেও ইতি টানল সরকার৷

(সুষমার হুঁশিয়ারিতে আমাজন থেকে সরল জাতীয় পতাকার পাপোশ)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement