সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দফার পরিবর্তে এক দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন৷ একদিন রাজ্যের ২০টি জেলার ৪৩ হাজার ৬৭টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেবেন ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ভোটার৷ ফলে, স্বাভাবিকভাবেই বড় হয়ে দাঁড়িয়েছিল নিরাপত্তা ইস্যু৷ এবার বিরোধীদের সমস্ত প্রশ্নের জবাব দিতে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার৷ ভোটারদের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখতে সর্বদলও ডাকা হয়েছে বলে খবর৷
জানা গিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কোথায় কোথায় কেন বাহিনী পাঠাতে হবে, কোন বুথে কত জন করে নিরাপত্তা রক্ষী মোতায়েন হবে, তা এদিন বিস্তারিত আলোচনা হবে৷ পঞ্চায়েত ভোটে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আগামিকাল দুপুর ১টায় রাজ্য নির্বাচন কমিশনার এ কে সিংয়ের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা পৃথকভাবে বৈঠক করবেন। এদিনের বৈঠকে সব রাজনৈতিক দল থেকে দু’জন করে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন৷
নবান্ন সূত্রে খবর, আগামী ১৪ মে সুষ্ঠুভাবে ভোট করাতে ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবে রেখেছে রাজ্য সরকার৷ ২ লক্ষ ৯২ হাজার ভোট কর্মীর নিরাপত্তা ও ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ভোটারের নিরাপত্তায় প্রয়োজনে ভিন রাজ্য থেকে থেকে পুলিশ আনানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বেশ কয়েকটি প্রতিবেশী রাজ্য তাদের বাহিনী পাঠাবে বলেও প্রাথমিক ভাবে জানিয়েছে৷
এছাড়াও রাজ্যের হাতে ৪৬ হাজার সশস্ত্র পুলিশ ও কলকাতা পুলিশকে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্যের ৩০ শতাংশ কারারক্ষীকেও নির্বাচনে ব্যবহার করা হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে৷ ফলে, পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে ঠিক যা যা দরকার হয়, তাই করতে চাইছে রাজ্য সরকার৷ কারণ, ভোটের দিনে অশান্তি-গন্ডগোল হোক তা কোনওভাবেই চাইছে না নবান্ন৷ তবে, ভোট করানো নিয়ে বিরোধীদের তোলা অভিযোগ খতিয়ে দেখতেই এবার সর্বদল বৈঠক ডাকা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.