Advertisement
Advertisement

Breaking News

Hijab

এবার বাংলাতেও হিজাব বিতর্ক, ছাত্রীদের ধর্ম নিয়ে কটাক্ষ করায় রোষানলে শিক্ষিকা

ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী এবং অভিভাবকরা।

WB govt school teacher made controversial remark on Hijab, locals show protest | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 25, 2023 6:39 pm
  • Updated:August 25, 2023 6:39 pm  

সম্যক খান, মেদিনীপুর: কর্ণাটক থেকে উত্তরপ্রদেশ, নানা সময় হিজাব নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এবার সেই আঁচ বাংলাতেও। ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুগবাসান হক্কানিয়া হাইস্কুলের। এক শিক্ষিকা ছাত্রীদের হিজাব পরা নিয়ে কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ধর্ম তুলেও ওই ছাত্রীদের নানা মন্তব‌্য করেন তিনি বলে অভিযোগ। সেই নিয়ে তৈরি হয় বিতর্ক।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে স্কুলের সামনে পথ অবরোধ করেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। চরম বিক্ষোভে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। শেষমেশ ওই শিক্ষিকা প্রকাশ‌্যে ক্ষমা চেয়ে নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবরোধও তুলে নেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘কাগজ মুড়ে টাকা নিয়েছে, আগে তার তদন্ত হোক’, নাম না করে শুভেন্দুকে নিশানা জীবনকৃষ্ণর]

ঘটনাসূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রীকে হিজাব নিয়ে বিতর্কিত মন্তব‌্য করেছিলেন ওই শিক্ষিকা। ছাত্রীরা বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের শিক্ষিকার কথাবার্তা জানায়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। এদিন স্কুল খুলতেই ছাত্রছাত্রী এবং অভিভাবকরা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা ওই শিক্ষিকাকে সাসপেন্ড করার দাবিও জানান। শুরু হয়ে যায় অবরোধ। যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় কেশপুর চন্দ্রকোনা রোড রাজ‌্য সড়কে।

পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব‌্যর্থ হয়। বিক্ষোভকারীরা ওই শিক্ষিকার শাস্তির দাবি তোলেন। পুলিশ প্রশাসন, স্কুল পরিচালন সমিতি ও শিক্ষকদের দীর্ঘ আলাপ আলোচনা চলার পর শেষমেশ ওই শিক্ষিকা সকলের সামনে নিজের ভুল স্বীকার করে নেন। ভবিষ‌্যতে এধরনের মন্তব‌্য করবেন না বলেও প্রতিশ্রুতি দেন। তারপর পরিস্থিতি শান্ত হয়।

[আরও পড়ুন: মিজোরামে দুর্ঘটনায় মৃত মালদহের শ্রমিকদের বাড়িতে রাজ্যপাল, দিলেন আর্থিক সাহায্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub