Advertisement
Advertisement

Breaking News

বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে যথেচ্ছ ফিজ নয়, নিয়ম বেঁধে দিল রাজ্য

নয়া কাঠামোয় পড়ুয়া পিছু বার্ষিক ১ লক্ষ ১০ হাজার টাকা টিউশন ফি নেওয়া যাবে।

WB govt restricts fees of private engineering college | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 22, 2023 3:34 pm
  • Updated:October 22, 2023 3:34 pm  

স্টাফ রিপোর্টার: রাজ্যের বেসরকারি সেল্ফ ফাইনান্সিং ইঞ্জিনিয়ারিং কলেজগুলির (Engineering College) জন্য নতুন ফি কাঠামো নির্ধারণ করল উচ্চশিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩-’২৪ শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি, ফার্মাসি, আর্কিটেকচার কোর্সগুলির জন্য নতুন কাঠামোটি চালু হচ্ছে। নয়া কাঠামোয় পড়ুয়া পিছু বার্ষিক ১ লক্ষ ১০ হাজার টাকা টিউশন ফি নেওয়া যাবে। প্রতিষ্ঠানের উন্নয়নখাতেও নেওয়া যাবে ফি।

তা নির্ধারিত টিউশন ফি-র ১৫ শতাংশের বেশি হবে না। সমগ্র কোর্সের জন্য সর্বোচ্চ একবার ১০ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে। লাইব্রেরি-কাম-বুক-ব্যাঙ্কের জন্য নির্ধারিত ফি সমগ্র কোর্সের জন্য ছয় হাজারের বেশি হবে না। বার্ষিক ১ হাজার টাকার বেশি নেওয়া যাবে না স্টুডেন্টস ওয়েলফেয়ার, স্পোর্টস অ্যান্ড গেমস ফি। ফেরতযোগ্য জামানত বাবদ যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ, পড়ুয়াদের কল্যাণ ও উন্নয়নে এবং রেজিস্ট্রেশন-সহ অন্যান্য খাতে বিশ্ববিদ্যালয়ের তরফে নেওয়াা ফি। 

Advertisement

[আরও পড়ুন: আবাসনের পুজোয় সেরার স্বীকৃতি কোন পুজোগুলির দখলে?]

যে সব পেশাদার কলেজ জাতীয় স্তরের বিধিবদ্ধ কর্তৃপক্ষের থেকে অটোনমাস স্টেটাস পেয়েছে, প্রোগ্রামভিত্তিক এনবিএ স্বীকৃতি, ন্যাকের স্বীকৃতি বা এনআইআরএফ র‌্যাঙ্কিং থাকা কলেজগুলি চাইলে ভর্তির সময় পড়ুয়াদের থেকে নির্ধারিত টিউশন ফি-র ১০ শতাংশ অতিরিক্ত ফি নিতে পারবে। কোর্স চলাকালীন একবারই।  বিটেক কোর্সগুলির জন্য চার বছর এবং বিফার্ম কোর্সগুলির জন্য পাঁচ বছর এই ফি কাঠামোই থাকবে।

[আরও পড়ুন: Durga Puja 2023: অষ্টমীর সকালে কুণাল ঘোষের পুজোয় রাজ্যপাল, দিলেন অঞ্জলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement