স্টাফ রিপোর্টার: রাজ্যের বেসরকারি সেল্ফ ফাইনান্সিং ইঞ্জিনিয়ারিং কলেজগুলির (Engineering College) জন্য নতুন ফি কাঠামো নির্ধারণ করল উচ্চশিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩-’২৪ শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি, ফার্মাসি, আর্কিটেকচার কোর্সগুলির জন্য নতুন কাঠামোটি চালু হচ্ছে। নয়া কাঠামোয় পড়ুয়া পিছু বার্ষিক ১ লক্ষ ১০ হাজার টাকা টিউশন ফি নেওয়া যাবে। প্রতিষ্ঠানের উন্নয়নখাতেও নেওয়া যাবে ফি।
তা নির্ধারিত টিউশন ফি-র ১৫ শতাংশের বেশি হবে না। সমগ্র কোর্সের জন্য সর্বোচ্চ একবার ১০ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে। লাইব্রেরি-কাম-বুক-ব্যাঙ্কের জন্য নির্ধারিত ফি সমগ্র কোর্সের জন্য ছয় হাজারের বেশি হবে না। বার্ষিক ১ হাজার টাকার বেশি নেওয়া যাবে না স্টুডেন্টস ওয়েলফেয়ার, স্পোর্টস অ্যান্ড গেমস ফি। ফেরতযোগ্য জামানত বাবদ যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ, পড়ুয়াদের কল্যাণ ও উন্নয়নে এবং রেজিস্ট্রেশন-সহ অন্যান্য খাতে বিশ্ববিদ্যালয়ের তরফে নেওয়াা ফি।
যে সব পেশাদার কলেজ জাতীয় স্তরের বিধিবদ্ধ কর্তৃপক্ষের থেকে অটোনমাস স্টেটাস পেয়েছে, প্রোগ্রামভিত্তিক এনবিএ স্বীকৃতি, ন্যাকের স্বীকৃতি বা এনআইআরএফ র্যাঙ্কিং থাকা কলেজগুলি চাইলে ভর্তির সময় পড়ুয়াদের থেকে নির্ধারিত টিউশন ফি-র ১০ শতাংশ অতিরিক্ত ফি নিতে পারবে। কোর্স চলাকালীন একবারই। বিটেক কোর্সগুলির জন্য চার বছর এবং বিফার্ম কোর্সগুলির জন্য পাঁচ বছর এই ফি কাঠামোই থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.