ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বামেদের ধর্মঘট মোকাবিলায় আরও কঠোর রাজ্য সরকার। সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কাজে যোগ না দিলে কাটা যাবে বেতন। ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন। ইস্যু সমর্থন করলেও, ধর্মঘট কোনওভাবে মানা যাবে না বলেই গঙ্গাসাগর থেকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী বুধবার ধর্মঘটের ডাক দিয়েছে ১৪টি বাম ট্রেড ইউনিয়ন। সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি, কেন্দ্রের বেপরোয়া বেসরকারিকরণ, বিলগ্নিকরণ-সহ একগুচ্ছ ইস্যুর বিরোধিতায় সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যদিও বামেরা যে ইস্যুগুলির বিরোধিতায় ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের তৃণমূল সরকার সেই সব ইস্যুর বিপক্ষেই সুর চড়িয়েছে এতদিন। তাই ওয়াকিবহাল মহলে কানাঘুষো জল্পনা শুরু হয়েছিল হয়তো বামেদের ধর্মঘটকে সমর্থন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই জল্পনাকে নস্যাৎ করে দিলেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর সফরে গিয়ে স্পষ্ট তিনি জানিয়ে দিলেন ধর্মঘটের ইস্যুকে সমর্থন করেন ঠিকই। তবে ধর্মঘটকে তিনি সমর্থন করেন না। তিনি আরও বলেন, “বনধ সস্তার রাজনীতি। ধর্মঘটে বহু মানুষের সমস্যা হয়। তাই ধর্মঘটের কোনও প্রয়োজন নেই।” এদিকে, ইতিমধ্যেই নবান্ন থেকে জারি হয়েছে নির্দেশিকা। সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। কাজে যোগ না দিলে ওই দিনের বেতনও কেটে নেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের।
২০১১ সালে রাজ্যের ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে ধর্মঘটের বিরোধিতাই করেছেন তিনি। যদিও বিরোধীরা বারেবারে জানিয়েছেন, দাবি আদায়ের জন্য ধর্মঘটই একমাত্র পন্থা। যদিও সেই দাবি নস্যাৎ করে দিয়েছে রাজ্যের শাসকদল। ধর্মঘট করে যে কোনওভাবেই দাবি আদায় সম্ভব নয় তাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেকথা কানে যায়নি বিরোধীদের। পরিবর্তে ধর্মঘট ডেকেছে বিরোধীরা। স্বাভাবিকভাবেই ধর্মঘটের মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ৮ জানুয়ারি বামেদের ধর্মঘট বানচাল করতেও যে একাধিক পদক্ষেপ নেওয়া হবে সেকথাই গঙ্গাসাগর সফর থেকে স্পষ্টভাবে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.