Advertisement
Advertisement

Breaking News

রেশন

ডিজিটাল কার্ড ছাড়াও এবার মিলবে রেশন, লকডাউনে খাদ্য সংকট রুখতে বড়সড় পদক্ষেপ রাজ্যের

এতে উপকৃত হবেন বহু মানুষ।

WB govt decided to distribute ration even who have not card
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 8, 2020 9:19 am
  • Updated:May 8, 2020 9:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেশন নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য। বৃহ্স্পতিবার ক্যাবিনেট কমিটির বৈঠকের পর জানানো হয়েছে যে, যাঁদের ডিজিটাল কার্ড নেই, বা আবেদনই করেননি, অথবা বহুদিন খাদ্যসামগ্রী তোলননি এবার তাঁরাও রেশন পাবেন। অর্থাৎ এবার মধ্যবিত্তদেরও রেশনের আওতায় আনল রাজ্য।

করোনার জেরে থমকে গিয়েছে দেশ। দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল-কলেজ থেকে অফিস এমনকী কারখানাও। ঘরবন্দি মানুষ। এই টানা বন্দিদশায় করোনা সংক্রমণ থেকে কিছুটা রেহাই মিললেও, তৈরি হয়েছে প্রবল খাদ্য সংকট। এই পরিস্থিতি হতে পারে তা আঁচ করে লকডাউন ঘোষণার পরই রেশন ব্যবস্থার উপর বিশেষ নজর দিয়েছিল কেন্দ্র ও রাজ্য। এই সংকটকালে খাদ্যের জন্য যাতে কাউকে সমস্যায় পড়তে না হয় সেই কারণে মাথা পিছু বরাদ্দ বাড়ানো হয়েছিল। এবার ফের সেই রেশন নিয়েই বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার ক্যাবিনেট কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যাঁদের ডিজিটাল রেশন কার্ড নেই, অথবা যাঁরা এখনও ডিজিটাল কার্ডের জন্য আবেদনই করেননি তাঁরাও রেশনে পাবেন খাদ্যসামগ্রী।

Advertisement

[আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমায় করোনা সৈনিকদের পাশে দাঁড়াল টালিগঞ্জ সম্বোধি মঠ, হাতে তুলে দিল পিপিই]

শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন বহু মানুষ রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে রেশনের সামগ্রী তোলেননি এবার তাঁরাও খাদ্যসামগ্রী পাবেন রেশনে। তবে সেক্ষেত্রে সরকারের কাছে আবেদন করতে হবে। তাহলে সরকারের তরফে কুপন দেওয়া হবে, সেটি ব্যবহার করলেই রেশনে মিলবে খাদ্যসামগ্রী। এতে বড় অংশের মানুষ সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, লকডাউনে খাদ্য সংকটের কথা মাথায় রেখে রাজ্য সরকারে তরফে মানুষের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও বিভিন্ন প্রান্ত থেকে কারচুপির অভিযোগও প্রকাশ্যে এসেছে। কোথাও পরিমানে কম সামগ্রী পাচ্ছেন গ্রাহকরা। কোথাও আবার মিলছেই না রেশন। তবে অভিযোগ পাওয়া মাত্রই তা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

[আরও পড়ুন: কলকাতা পুরসভার কাজকর্ম দেখভালের জন্য শাসক গোষ্ঠীকে এক মাসের সময় দিল হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement