Advertisement
Advertisement
করোনা আতঙ্ক

উচ্চমাধ্যামিকেও করোনা আতঙ্ক, আক্রান্তদের খাতা আলাদা প‌্যাকেটে রাখার নির্দেশ সরকারের

প্যাকেটের উপরে বাঁ দিকের কোণে ‘সিক ক্যান্ডিডেট’ লিখতে হবে।

WB governments new rules for Corona effected HS candidates
Published by: Sandipta Bhanja
  • Posted:March 6, 2020 9:19 am
  • Updated:March 6, 2020 9:19 am  

দীপঙ্কর মণ্ডল: এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও করোনা আতঙ্ক। সচেতনতা অবলম্বনে নয়া নির্দেশিকা সরকারের। সংক্রামক রোগে আক্রান্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদা করে প্যাকেট করার নির্দেশ দিল রাজ্য সরকার। সেই প্যাকেটের উপর লিখে দিতে হবে ‘অসুস্থ পরীক্ষার্থী’। 

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ১২ মার্চ। চলবে ২৭ তারিখ পর্যন্ত। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর এই মেগা ইভেন্টের প্রস্তুতি প্রায় শেষ। পরীক্ষাকেন্দ্রে নজরদারি থেকে শুরু করে কারা খাতা দেখবেন, কবে জমা দেবেন ইত্যাদি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশিকার ৪ নম্বর ধারায় সংক্রামক রোগে আক্রান্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদা করে প্যাকেট করতে বলা হয়েছে। প্যাকেটের উপরে বাঁ দিকের কোণে ‘সিক ক্যান্ডিডেট’ বা অসুস্থ পরীক্ষার্থী লিখে তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ‘করোনা ভাইরাস’-এর কথা উল্লেখ না থাকলেও এই মারণ রোগ প্রতিরোধেই যে এমন সিদ্ধান্ত তা নিয়ে সন্দেহ নেই শিক্ষামহলের। 

Advertisement

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকার শুরুতেই জানিয়েছেন, “শিক্ষক ও শিক্ষাকর্মী-সহ পরীক্ষা পরিচালনার কাজে যুক্ত সর্বস্তরের পদাধিকারীদের সুবিধার জন্য এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।”

করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্বের মতো ভারতবর্ষেও আতঙ্ক দেখা দিয়েছে। সরকারিভাবে এখনই আক্রান্তের সংখ্যা ৩০। দিল্লির প্রাথমিক স্কুলগুলিতে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সংক্রমণ রুখতে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। 

[আরও পড়ুন: স্কুলে ভরতিতে সমস্যা, ‘দিদিকে বলো’তে ফোন করেই সুযোগ পেল জঙ্গলমহলের ৯ ছাত্রী ]

স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কয়েক দফা পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, সাবান দিয়ে বারবার হাত ধোয়া, দু’জন ব্যক্তির কথা বলার সময় কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রাখা, করমর্দন এবং চুম্বন এড়িয়ে চলা। জ্বর-সর্দি-কাশি হলে গণপরিবহণে না চড়া। জ্বর-সর্দি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া। হাঁচি-কাশির সময় মুখ, নাক ঢেকে রাখা। কলকাতা ও রবীন্দ্রভারতী-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদেশি পড়ুয়াদের দেশে ফেরার উপর নিয়ন্ত্রণ জারি হয়েছে।

করোনা সংক্রমণ রুখতে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারই কোমর বেঁধে নেমেছে। ব্লকস্তর পর্যন্ত সমস্ত হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। এমতাবস্থায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত যে সময়োপযোগী, তা বলাই বাহুল্য। তবে সংক্রামক রোগে আক্রান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা আলাদা প্যাকেট করা নিয়ে কোনও আধিকারিক মুখ খুলতে চাননি। গুরুত্বপূর্ণ এই বিষয়ে যাতে অহেতুক আতঙ্ক বা গুজব না ছড়ায় তা নিশ্চিত করতে চেয়েছেন সংসদ প্রতিনিধিরা। 

[আরও পড়ুন: ‘কেউ অশান্তি করতে এলে গরুর মতো পেটান’, নয়া নিদান অনুব্রতর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement