Advertisement
Advertisement

Breaking News

রাজ্য সরকারি কর্মীদের অগ্রিমের সময়সীমা বাড়ল

জারি করা হয়েছে নির্দেশিকা৷

 WB Government ensures employees extended dates for withdrawing advance salary
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 29, 2016 3:20 pm
  • Updated:August 1, 2022 4:03 pm  

স্টাফ রিপোর্টার: সরকারি কর্মীদের বেতনের অগ্রিম দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য৷ আগে ৩০ নভেম্বর পর্যন্ত এই সময়সীমা থাকলেও তা সাত ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ এ ব্যাপারে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে৷

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীরা যাতে আরও বেশি সংখ্যায় আবেদন জমা করেন, সেই কারণে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ টাকার জোগান যাতে পর্যাপ্ত পরিমাণে হয়, সে ব্যাপারেও রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব৷ আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘গ্রুপ সি’ ও ‘গ্রুপ ডি’ ভুক্ত কর্মী যেমন শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা পঞ্চায়েত ও স্বশাসিত সংস্থার কর্মীরা অগ্রিম বেতন হিসাবে ৫ হাজার টাকা নগদে পাবেন৷ সিভিক ভলান্টিয়ার, চুক্তিভুক্ত কর্মী ও ঠিকাকর্মীরা তাঁদের মাইনের ২ হাজার টাকা নগদে পাবেন অগ্রিম হিসাবে৷ যে সব কর্মী নগদ অর্থে অগ্রিম বেতন নেওয়ার সুযোগ পেতে চান তাঁরা বিভাগীয় ডিডিও (ড্রয়িং অ্যান্ড ডিসবারসিং অফিসার)-এর কাছে ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করার কথা ছিল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement