Advertisement
Advertisement
Ram Mandir

জোগান নেই প্রদীপের, রামমন্দির উদ্বোধনে অকাল দীপাবলি নিয়ে অনিশ্চয়তায় বাংলার গ্রাম

কী বলছেন বাংলার মৃত শিল্পীরা?

WB faces shortage of Diyas during Ram Mandir Inauguration | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 21, 2024 8:11 pm
  • Updated:January 21, 2024 8:11 pm

রমণী বিশ্বাস, তেহট্ট: ২২ জানুয়ারি দেশজুড়ে অকাল দীপাবলি উদযাপনের আহ্বান জানিয়েছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর আহ্বানে সাড়া দিতে প্রস্তুত অধিকাংশ মানুষ। কিন্তু সমস্যায় পড়ছেন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার বেশ কিছু গ্রামের বাসিন্দারা। কারণ, প্রদীপের জোগানই নেই সেখানে।

নদিয়ার (Nadia) বেতাই সাধুবাজার পালপাড়া কিংবা তেহট্টের বিভিন্ন জায়গায় রবিবার দেখা গেল জোরকদমে চলছে প্রদীপ তৈরি। শিল্পীদের কথায়, চাহিদা থাকবে সেটা তারা জানতেন, তবু যেটুকু তৈরি করার সম্ভব হয়েছে সবই আগেই বিক্রি হয়ে গিয়েছে। এদিকে বিশেষ দিনে প্রদীপ জ্বালাতে ইচ্ছুক সকলেই। শিল্পীদের কথায়, বিগত কয়েকদিনে বৃষ্টি আর আবহাওয়া খারাপ থাকার কারণেই বেশি সমস্যায় পড়েছেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বাড়াল কেন্দ্র, বাদ পিপিএফ]

এদিক রবিবার বিকেল পর্যন্ত বিভিন্ন দোকানে নজরে পড়েছে ক্রেতাদের ভিড়। কোথাও বাইরে থেকে আমদানি করা প্রদীপে ক্রেতাদের মন ভরানো সম্ভব হয়েছে। কোথাও আবার হতাশ হয়েছেন ক্রেতারা। মধুসূদন বিশ্বাস, ভবানী দত্তেরা বলেন, “রবিবার সকালে গিয়ে প্রদীপ পাইনি। তবে এক জায়গায় গিয়ে মাত্র ১০ টা প্রদীপ আনতে পেরেছি।”

এদিকে সোমবার সন্ধ্যায় রামপুজোর মণ্ডপ প্রদীপ দিয়ে সাজিয়ে তোলার পরিকল্পনা করেছে বেতাই সাধুবাজার বাসস্ট্যান্ডের পুজো উদ্যোক্তারা। তবে প্রদীপ নিয়ে সমস্যায় তারা। উদ্যোক্তাদের মধ্যে শ্রীকান্ত ঘোষ বলেন, কয়েক হাজার প্রদীপ দিয়ে ভালোভাবে সাজানোর পরিকল্পনা ছিল। তবে আপাতত হাজারটা প্রদীপ সংগ্রহ করা গিয়েছে। দশকর্মা ব্যবসায়ী মানিক কর জানান, “যা প্রদীপ তুলেছিলাম রবিবার দুপুর পর্যন্ত সব শেষ হয়ে গেছে, সাহিদার তুলনায় যোগান কম থাকায় প্রদীপের হাহাকার লেগেছে, আগে বুঝতে পারিনি প্রদীপের এত চাহিদা হবে। বুঝতে পারলে আগেভাগেই কিছু প্রদীপ দোকানে মজুত করে রাখতাম।”

[আরও পড়ুন: বর্ষশেষে দার্জিলিংয়ে তুষারপাত! কলকাতায় কবে নামবে পারদ?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement