Advertisement
Advertisement

Breaking News

WB Election 2021 Habra

ভোটের দিন সকালে হাবড়ায় উদ্ধার রক্তাক্ত দেহ, কাঁচরাপাড়ায় মাথা ফাটল তৃণমূল নেতার

হাবড়ার ঘটনার রিপোর্ট চাইল কমিশন।

WB Election 2021: Dead body of an unidentified man found in Habra | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Subhajit Mandal
  • Posted:April 22, 2021 8:17 am
  • Updated:June 13, 2022 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের (West Bengal Assembly Elections 2021) দিন সকালে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় অশান্তি। হাবড়ায় অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, কাঁচরাপাড়ায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অশোকনগরে (Ashok Nagar) আবার বিজেপির স্থানীয় নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

ভোটের দিন সকালে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি অবশ্যই ঘটেছে হাবড়ায় (Habra)। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেন্দ্রের কৈপুকুরের জমিদার গেট এলাকায় রাস্তার পাশের একটি ডোবা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দেহটিকে এখনও শনাক্ত করা যায়নি। মৃতের সঙ্গে কোনও রাজনৈতিক যোগ আছে কিনা, সেটাও স্পষ্ট নয়। তবে এলাকাবাসীর দাবি, ওই যুবক স্থানীয় কেউ নন। বাইরে থেকে খুন করে এনে ওই ডোবায় দেহটি ফেলে রাখা হয়েছে। ভোরের দিকে দুষ্কৃতীরা দেহটি ফেলে গিয়েছে বলে ধারণা স্থানীয়দের। পুলিশ দেহটি শনাক্ত করার চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে ভোটের কোনও যোগ আছে কিনা সেটা জানতে চেয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ভোটের আগের রাতে নবদ্বীপে বিজেপির ক্যাম্প অফিসে ‘হামলা’, আহত বহু]

এদিকে, ভোটের দিন সকালে কাঁচরাপাড়ায় আক্রান্ত তৃণমূলের (TMC) প্রাক্তন কাউন্সিলর উৎপল দাশগুপ্ত। এদিন ভোট শুরুর পরই কাঁচরাপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে গণ্ডগোলের খবর পাওয়া যায়। দ্রুত সেখানে যান ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কাউন্সিলর উৎপল দাশগুপ্ত। সেখানেই বিজেপি কর্মীরা মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। যদিও, বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা।

[আরও পড়ুন: ‘কানার থেকে ঝাপসা ভাল’, দুর্নীতিতে অভিযুক্ত হলেও তৃণমূলের পাশে থাকার আরজি নচিকেতার]

অন্যদিকে অশোকনগরে আবার বিজেপির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির স্থানীয় নেতা অনিমেষ দেবকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রত্যাশিতভাবে এক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement