ফাইল ছবি
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও দিব্যেন্দু মজুমদার: একুশের নির্বাচনে নবান্ন দখলকে পাখির চোখ করে জনসংযোগ বাড়াতে মাঝেমধ্যেই বঙ্গ সফরে আসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। জেপি নাড্ডা, অমিত শাহ, নরেন্দ্র মোদি বাংলায় পরিবর্তনের নাম দিয়েছেন। রাজ্যজুড়ে চলছে পরিবর্তন রথযাত্রা। নির্বাচনী আবহে আগামী ২২ ফেব্রুয়ারি ফের বাংলায় পা রাখবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। গত এক মাসে এই নিয়ে তৃতীয়বার এ রাজ্যে আসছেন তিনি। হুগলিতে (Hooghly) জনসভা রয়েছে তাঁর। তবে গেরুয়া শিবিরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসকদলও। আর তাই মোদির সভার ৪৮ ঘণ্টা পরই একই স্থানে পালটা সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। স্বাভাবিকভাবেই তিনদিনের মধ্যে জোড়া হাইভোল্টেজ সভা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে হুগলিতে।
বিজেপি সূত্রে খবর, আগামী ২২ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার বাংলায় আসছেন মোদি। গতবার সরকারি কর্মসূচি নিয়ে হলদিয়ায় এসেছিলেন তিনি। এবারও থাকছে কিছু সরকারি কর্মসূচি। যেমন দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। রয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকেরও একটি অনুষ্ঠান। তবে ২২ তারিখই হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানার মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদি। হুগলিতে ১৮ টি কেন্দ্রের মধ্যে ১৬ টি তৃণমূলের। অর্থাৎ শাসকদলের দাপট সেখানে স্পষ্ট। তবে সম্প্রতি উত্তরপাড়ায় তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক প্রবীর ঘোষাল সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে। হুগলিতে ভিত শক্ত করতেই জনসভা করবেন খোদ মোদি।
আর প্রধানমন্ত্রীর সেই জনসভার পরই ২৪ ফেব্রুয়ারি পালটা জনসভায় হাজির হবেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার দলের জরুরি সভায় এমনই সিদ্ধান্ত হয়েছে বলে খবর। ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শনে বেরিয়ে পড়েছে জেলা নেতৃত্ব। ক্ষমতা প্রদর্শনে গেরুয়া শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই এই সিদ্ধান্ত তৃণমূলের বলে মত ওয়াকিবহল মহলের।
করোনা আবহে একুশের নির্বাচনের আগে সভা-পালটা সভার পালা শুরু হয়ে গিয়েছে বঙ্গে। কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা মঞ্চে নামছেন শুভেন্দু অধিকারী তো কখনও পদ্মশিবিরের পালটা দিয়ে সভায় হুঙ্কার দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ রাতেই বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শাহী সফরের মধ্যেই আগামিকাল পৈলানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.