Advertisement
Advertisement
Mamata Banerjee

ডিসেম্বরেই ফের জেলা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক প্রশাসনিক বৈঠকের সম্ভাবনা

কবে সফর শুরু মুখ্যমন্ত্রীর?

WB CM Mamata Banerjee will visit South and North Dinajpur in December | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 29, 2021 4:00 pm
  • Updated:June 24, 2022 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী মাসের শুরুতেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন তিনি। সেখানে প্রশাসনিক সভা করবেন মমতা। পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। 

শোনা যাচ্ছে, আগামী মাসের প্রথম দিকেই সম্ভবত ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী। ওইদিনই প্রথমে গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। এরপর যাবেন রায়গঞ্জে। সেখানেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। তার ঠিক পরের দিন অর্থাৎ ৮ তারিখ মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সেখানকার সমস্ত কাজের খতিয়ান নেবেন। কথা বলবেন জেলাশাসক, বিডিও ও জনপ্রতিনিধিদের সঙ্গে। ৯ তারিখ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন নদিয়ার কৃষ্ণনগরে। তবে সফর নিশ্চিত হলেও, দিনক্ষণ নিয়ে এখনও আলোচনা চলছে। ফলে বদল হতে পারে সফরসূচি। 

Advertisement

[আরও পড়ুন:নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কে ফের দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণহানি সাইকেল আরোহীর ]

West Bengal Civic Poll: Mamata Banerjee to appoint observer in every Municipality
মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগেই মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জেলাশাসক, বিডিও ছাড়াও বিধায়ক, সাংসদরা ছিলেন। তাঁদের কাছে এলাকার উন্নয়নের খতিয়ান নেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই অন্যান্য জেলাগুলিতে প্রশাসনিক বৈঠকের কথা জানিয়েছিলেন। সেই মতোই এবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, নদিয়া সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

[আরও পড়ুন: ‘বিএসএফ কি ২০২৪-এর জন্য তৈরি হচ্ছে?’, ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক উদয়ন গুহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement