Advertisement
Advertisement
WB CM Mamata Banerjee to visit Malda

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির মাঝে মালদহ সফরে মমতা, রয়েছে ঠাসা কর্মসূচি

মুখ্যমন্ত্রীর জেলা সফরসূচি ঘোষণা হতেই তুমুল আগ্রহ মালদহ জুড়ে।

WB CM Mamata Banerjee to visit Malda । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 1, 2023 9:05 am
  • Updated:May 1, 2023 9:15 am  

স্টাফ রিপোর্টার: উত্তরবঙ্গের চার জেলায় জনসংযোগ যাত্রায় ঝড় তুলে রবিবার উত্তর দিনাজপুরে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দু’দিন দুই দিনাজপুরে ঠাসা কর্মসূচি। ৩ মে পৌঁছবেন মালদহে। এবার তাঁর পাশে দাঁড়িয়ে অভিনন্দন জানাবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দু’জনের দেখা হবে মালদহে। ৩মে মালদহ পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ৪ মে তাঁর মালদহ জেলার প্রশাসনিক বৈঠক রয়েছে। সূত্রের খবর, সেই ফাঁকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসংযোগ যাত্রাকে গৌড়বঙ্গে উৎসাহ ও সমর্থন জানাবেন মমতা। দু’জনের যৌথ কর্মসূচি হবে কি না স্পষ্ট নয়। রবিবার সম্পূর্ণ কর্মসূচি জানা যায়নি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপির মদতে ঘটনার পর মালদহে মুখ্যমন্ত্রীর সফরের দিকে নজর রাজনৈতিক মহলে।

Advertisement

[আরও পড়ুন: কাটমানির ভাগ নেন দেব! বিস্ফোরক অভিযোগ হিরণের, পালটা দিল তৃণমূলও]

অভিষেকের কর্মসূচির মধ্যে মুখ্যমন্ত্রীর জেলা সফরসূচি ঘোষণা হতেই তুমুল আগ্রহ মালদহ জুড়ে। উত্তরবঙ্গ থেকে সাতদিন হল তাঁর সফর শুরু করেছেন অভিষেক। যা টানা দু’মাস চলবে। বাড়ি ফিরবেন না। নিরাপত্তা বেষ্টনী ভেঙে সাধারণ মানুষের ভিড়ে মিশছেন অভিষেক। স্থানীয় বিশিষ্টদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। চলছে জনগণের পঞ্চায়েত গড়তে গণভোট। ৩০ বছর আগে মমতা বন্দ্যোপাধ‌্যায় (CM Mamata Banerjee) ঠিক এমনই জনসংযোগ যাত্রা করেছিলেন।

[আরও পড়ুন: এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৫৮ বছরের খরা কাটিয়ে সোনা জয় ভারতীয় শাটলার জুটির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement