Advertisement
Advertisement
Malda

মালদহে ভস্মীভূত মণ্ডপ কর্তৃপক্ষের পাশে মুখ্যমন্ত্রী, ফের পুজোর আয়োজনে আর্থিক সাহায্য

বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় মণ্ডপ।

WB CM Mamata Banerjee helps Amra Sabai puja committee of Malda । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:October 20, 2023 5:14 pm
  • Updated:October 20, 2023 5:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদহে অগ্নিকাণ্ডে ভস্মীভূত মণ্ডপ। আমরা সবাই ক্লাব কমিটির পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও মণ্ডপও তৈরি করে এবং প্রতিমা এনে পুজো আয়োজনের জন্য আর্থিক সাহায্য করা হয় তাঁদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধনের কথা ছিল। সেই অনুযায়ী ব্যবস্থাপনাও হয়ে গিয়েছিল। আচমকাই পুজো উদ্যোক্তারা দেখেন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুজো মণ্ডপ গ্রাস করে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে একে একে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে পুরো পুজো মণ্ডপটি ভস্মীভূত হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: মাছ ছাড়া চলেই না! রাজরাজেশ্বরীর ভোগে আর কী থাকে?]

দুঃসংবাদ পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটির পাশে দাঁড়ান। তাঁর নির্দেশে ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘটনাস্থলে পৌঁছন। পুজো কমিটির সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। যুদ্ধকালীন তৎপরতায় আবারও মণ্ডপ তৈরি করে এবং প্রতিমার বন্দোবস্ত করে পুজোর আয়োজন করা হয়েছে।
[আরও পড়ুন: চালচিত্রে বন্দেমাতরম, ইলামবাজারে দেশমাতৃকা রূপে পূজিতা উমা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement