Advertisement
Advertisement
Mamata Banerjee-Sheikh Hasina

ওপার বাংলায় ফের ক্ষমতায় আওয়ামি লিগ, প্রিয় ‘হাসিনাদি’কে শুভেচ্ছা জানালেন মমতা

'বাংলাদেশে ভালোভাবে নির্বাচন হয়েছে, সকলে ভালো থাকুন', গঙ্গাসাগর থেকে বললেন মুখ্যমন্ত্রী।

WB CM Mamata Banerjee congratulaes elected PM of Bangladesh Sheikh Hasina | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 8, 2024 4:47 pm
  • Updated:January 8, 2024 5:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের সম্পর্ক বরাবর অত্যন্ত ঘনিষ্ঠ, দিদি-বোনের মতোই প্রায়। বছরের নানা সময় দুই বাংলার মধ্যে উপহার বিনিময় হয়ে থাকে। কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শেখ হাসিনার (Sheikh Hasina)সম্পর্ক নিয়ে। একজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, অপরজন চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। আর ‘দিদি’সম হাসিনাকে তার জন্য শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গাসাগরে সাংবাদিকরা তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, ”বাংলাদেশে খুব ভালোভাবে নির্বাচন হয়েছে। আওয়ামি লিগ ক্ষমতায় ফিরেছে। হাসিনাদিকে আমি শুভেচ্ছা, অভিনন্দন জানাই। ওঁর পরিবারকেও শুভেচ্ছা। সকলে ভালো থাকুন।”

রবিবারই দ্বাদশ সাধারণ নির্বাচন হয়েছে বাংলাদেশে (Bangladesh)। রাতের মধ্যেই ফলাফল স্পষ্ট হয়ে যায়। দেখা যায়, ২৯৯ আসনের মধ্যে প্রত্যাশামতো আওয়ামি লিগ (Awami League) জয়ী হয়েছে ২২৩টি আসনে। শাসকদলের জোটসঙ্গী জাতীয় পার্টি (এরশাদ) পেয়েছে মাত্র ১১টি আসন। বিশ্লেষকদের চমকে, ৬১টি আসন ঝুলিতে পুরতে সক্ষম হয় নির্দল প্রার্থীরা। ফলে  চতুর্থবারের জন্য আওয়ামি লিগের ক্ষমতায় ফেরা নিশ্চিত হয়। শেখ হাসিনাও ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। 

Advertisement

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানোর, ধর্ষকদের ফিরতে হবে জেলেই]

এই ফলাফল নিয়ে সোমবার গঙ্গাসাগর (Gangasagar) থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে, ”হাসিনাদিকে অনেক শুভেচ্ছা, ওঁর পরিবারকেও। সকলে ভালো থাকুন, আল্লা আপনাদের দোয়া করুক।” মমতা এবং হাসিনার সম্পর্ক বহুদিনের এবং যথেষ্ট ঘনিষ্ঠ। প্রতি বছর গ্রীষ্মে নিজের বাড়ির আম বাংলার মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীকে পাঠান শেখ হাসিনা। ইলিশে হাজার নিষেধাজ্ঞার মাঝেও বাংলার দুর্গোৎসবের সময় ওপার বাংলা থেকে প্রচুর ইলিশ রপ্তানি করা হয় এপারে। মাঝে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে দুই বাংলার মধ্যে চাপানউতোর থাকলেও দিদি-বোনের সম্পর্কে তার প্রভাব পড়েনি। ফলে  হাসিনার জয়ে ‘বোন’ মমতা যে খুশি হবেন, সেটাই স্বাভাবিক।  

[আরও পডুন: স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, কারা সুবিধা পাবেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement