সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিএসটি (GST) ব্যবস্থাকে সমর্থন ভুল হয়েছিল। খোঁচা মুখ্যমন্ত্রীর। কারণ, কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। রাজ্যকে বঞ্চিত করছে। সিঙ্গুরের রাস্তাশ্রী-পথশ্রী উদ্বোধনে মঞ্চে দাঁড়িয়ে ফের একবার কেন্দ্রের বঞ্চনার খতিয়ান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন ১২ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঞ্চে নিজের হাতে রাস্তা তৈরির মশলা বানিয়ে প্রকল্পের সূচনা করেন। সেই মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। বলেন, “১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করতে পৌনে ৪ হাজার কোটি খরচ। পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। এক টাকাও দিল্লির নয়। সব রাজ্যের টাকা।” এরপরই জিএসটি নিয়ে সরব হন তিনি।
মমতার কথায়, “জিএসটি করার পর দিল্লি সব টাকা তুলে নিয়ে যায়। আমাদের সবচেয়ে ভুল হয়েছিল ওটাকে সমর্থন করা। আমরা ভেবেছিলাম রাজ্যগুলোর ভাল হবে। কিন্তু এখন দেখছি ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে।” এরপর বঞ্চনার খতিয়ান তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ জুলাই দেশজুড়ে জিএসটি পরিষেবা চালু হয়। যার অর্থ, ‘এক দেশ এক কর।’ অর্থাৎ কেন্দ্র ও রাজ্য আলাদা আলাদা কর নিতে পারবে না। কেন্দ্র একবারে কর নেবে। পরিবর্তে ৫ বছর রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই কর কাঠামো চালুর সময় কেন্দ্রের মোদি সরকারকে সমর্থন করেছিল তৃণমূল। কিন্তু সেই সমর্থন ভুল হয়েছিল মনে বর্থমানে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.