Advertisement
Advertisement

Breaking News

মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ

১ সেপ্টেম্বর রাজ্যে পালিত হবে পুলিশ দিবস, উর্দিধারীদের জন্য বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুরুষদের পাশাপাশি মহিলা পুলিশরাও সমানাধিকার পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

WB CM Mamata Banerjee announces police day on 1 September
Published by: Sayani Sen
  • Posted:August 17, 2020 4:58 pm
  • Updated:August 17, 2020 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকলে যখন দরজা বন্ধ করে করোনা মোকাবিলা করেছেন, তখন রাস্তায় নেমে ভাইরাসের সঙ্গে লড়াই করেছেন পুলিশকর্মীরা। কোভিড পরিস্থিতিতে তাঁদের কাজের প্রশংসা করে ১ সেপ্টেম্বর দিনটিকে এবার থেকে পুলিশ দিবস হিসাবে পালনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্য এবং কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসাও করলেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, “পুলিশকর্মীরা এত কাজ করছেন। তাই আমাদেরও তাঁদের দেখা উচিত। আগে আমরা ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিলাম। সেই বোর্ডও সাধ্যমতো কাজ করেছে। আবারও আমরা পুলিশের সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করছি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওই বোর্ড কাজ শুরু করবে। প্রতি বছর ওইদিন পুলিশ দিবস হিসাবে পালিত হবে।” পুরুষদের পাশাপাশি মহিলা পুলিশরাও সমানাধিকার পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, সম্প্রতি পুলিশ লাইনে সমস্যার জেরে অসন্তোষ তৈরি হয়। তার ফলে বিক্ষোভও দেখিয়েছেন পুলিশকর্মীরা। সেই অসন্তোষের ক্ষতে প্রলেপ দিতেই একথা ঘোষণা করল রাজ্য সরকার।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গলমহলে নতুন করে মাওবাদী আতঙ্কের মধ্যেই পুরুলিয়া থেকে সরছে নাগাবাহিনী]

লকডাউন কেউ মানছেন কিনা থেকে সঠিকভাবে মাস্ক পরছেন কিনা, যাবতীয় বিষয়ই দেখভাল করেছেন পুলিশকর্মীরা। আবার কনটেনমেন্ট জোনে পৌঁছে দিয়েছেন খাবার কিংবা ওষুধপত্র। করোনা পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এমনই নানা কাজ করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যে আরও পুলিশ লাইন এবং ব্যারাক তৈরি হওয়া প্রয়োজন। তবে দূরত্ব বজায় রেখে সেগুলি তৈরির কথা বলেছেন তিনি।

এত কাজের পরেও মুখ্যমন্ত্রীর আক্ষেপ অনেকেই পুলিশকর্মীদের সমালোচনা করেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকেই ছোটখাট ভুল হলে গালাগাল দেয়। সারাক্ষণ যেন পুলিশ ভুল কাজ করছে। নানা ধর্ম, বর্ণ, জাতির বাস পশ্চিমবঙ্গে। অনেক জায়গা ঘিঞ্জি, তাও ভাল কাজ করছে পুলিশ। একটা দুটো ঘটনা নিয়ে যারা মিথ্যাসুলভ, নিন্দাসুলভ আচরণ করে তাদের বলব যোগীর রাজ্যের দিকে নজর দিন। বেঙ্গল পুলিশ ওয়ান অফ দ্য বেস্ট। স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভাল কাজ করছে কলকাতা পুলিশ।”

[আরও পড়ুন: তৃণমূলকে হারানোর সংকল্প, নেড়া হয়ে মন্দিরে যজ্ঞ করালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement