Advertisement
Advertisement
West Bengal Civic Polls Result 2022

West Bengal Civic Polls Result 2022: এক নজরে দেখে নিন উত্তরবঙ্গের ছয় জেলার পুরভোটের ফলাফল

উত্তরবঙ্গে পুরসভার রং আবারও সবুজ, দার্জিলিঙে উত্থান নয়া দলের।

West Bengal Civic Polls Result 2022 of North Bengal at a Glance
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 2, 2022 2:27 pm
  • Updated:March 2, 2022 3:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাজ্যের ১০৮ পুরসভায় ভোট (WB Civic Polls) হয়েছিল গত ২৭ ফেব্রুয়ারি। আজ, ২ মার্চ তার ফল (West Bengal Civic Polls Result 2022) প্রকাশিত হল। প্রত্যাশামতো সর্বত্রই ঘাসফুল ঝড়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, এবং দক্ষিণ দিনাজপুর – পশ্চিমবঙ্গের উত্তরের ৬টি জেলার ৫টি পুরসভাই এল তৃণমূলের (TMC) ঝুলিতে। দার্জিলিঙে প্রথমবার পুরবোর্ড গড়তে চলেছে হামরো পার্টি। বিজেপি ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছে। একঝলকে দেখে নিন এই ছয়টি পুরসভার (Municipality) ফলাফল –
 

দার্জিলিং

১। দার্জিলিং পুরসভা
মোট ওয়ার্ড: ৩২

Advertisement

জিজেএম: ৩
তৃণমূল: ২ 
বিজেপি: ০
হামরো পার্টি: ১৮
বিজিপিএম: ৯

বোর্ড গঠন করবে হামরো পার্টি। 

 

 

[আরও পড়ুন: ‘পড়ুয়াদের হাতে বন্দি, প্রাণ সংশয়ের আশঙ্কা’! বিশ্বভারতীর কর্মসচিবের বক্তব্যে শোরগোল]

 

আলিপুরদুয়ার

১। আলিপুরদুয়ার পুরসভা
মোট ওয়ার্ড: ২০

তৃণমূল: ১৬
বিজেপি: ০
বাম: ০
কংগ্রেস: ১
নির্দল: ৩ 

বোর্ড গঠন করবে তৃণমূল।

২। ফালাকাটা পুরসভা
মোট ওয়ার্ড: ১৮

তৃণমূল: ১৮
বিজেপি: ০
বাম: ০
কংগ্রেস: ০

বোর্ড গঠন করবে তৃণমূল।

জলপাইগুড়ি

১। জলপাইগুড়ি পুরসভা
মোট ওয়ার্ড: ২৫

তৃণমূল: ২২
বিজেপি: ০ 
বাম: ১
কংগ্রেস: ২

বোর্ড গঠন করবে তৃণমূল।

২। ময়নাগুড়ি পুরসভা
মোট ওয়ার্ড: ১৭

তৃণমূল: ১৬
বিজেপি: ০
বাম: ০
কংগ্রেস: ০
নির্দল: ১

বোর্ড গঠন করবে তৃণমূল।

৩। মালবাজার পুরসভা
মোট ওয়ার্ড: ১৫

তৃণমূল: ১৪
বিজেপি: ১
বাম: ০
কংগ্রেস: ০

বোর্ড গঠন করবে তৃণমূল। 

কোচবিহার

১। দিনহাটা পুরসভা
মোট ওয়ার্ড: ১৬ 

তৃণমূল: ১৬ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল)
বিজেপি: ০
বাম: ০
কংগ্রেস: ০

বোর্ড গঠন করবে তৃণমূল।  

২। কোচবিহার পুরসভা 
মোট ওয়ার্ড: ২০

তৃণমূল: ১৫
বিজেপি: ০
বাম: ২
কংগ্রেস: ০
নির্দল: ৩

বোর্ড গঠন করবে তৃণমূল।

৩। তুফানগঞ্জ পুরসভা
মোট ওয়ার্ড: ১২

তৃণমূল: ১২
বিজেপি: ০
বাম: ০
কংগ্রেস: ০

বোর্ড গঠন করবে তৃণমূল।

৪। মাথাভাঙ্গা পুরসভা
মোট ওয়ার্ড: ১২

তৃণমূল: ১২ (২ টি বিনা প্রতিদ্দ্বন্দিতায় জয়ী)
বিজেপি: ০
বাম: ০
কংগ্রেস: ০

বোর্ড গঠন করবে তৃণমূল।

৫। মেখলিগঞ্জ পুরসভা
মোট ওয়ার্ড:

তৃণমূল: ৯
বিজেপি: ০
বাম: ০
কংগ্রেস: ০

বোর্ড গঠন করবে তৃণমূল।

৬। হলদিবাড়ি পুরসভা
মোট ওয়ার্ড: ১১

তৃণমূল: ১১
বিজেপি: ০
বাম: ০
কংগ্রেস: ০

বোর্ড গঠন করবে তৃণমূল।

উত্তর দিনাজপুর

১। কালিয়াগঞ্জ পুরসভা
মোট ওয়ার্ড: ১৭

তৃণমূল: ১০
বিজেপি: ৬ 
বাম: ০
কংগ্রেস: ০
নির্দল: ১ 

বোর্ড গঠন করবে তৃণমূল।

২। ডালখোলা পুরসভা
মোট ওয়ার্ড: ১৬

তৃণমূল: ১২
বিজেপি: ০
বাম: ০
কংগ্রেস: ০
নির্দল: ৪

বোর্ড গঠন করবে তৃণমূল।

৩। ইসলামপুর পুরসভা
মোট ওয়ার্ড: ১৭

তৃণমূল: ১১
বিজেপি: ২
বাম: ১
কংগ্রেস: ০
নির্দল: ৩

বোর্ড গঠন করবে তৃণমূল।

দক্ষিণ দিনাজপুর

১। বালুরঘাট পুরসভা
মোট ওয়ার্ড: ২৫

তৃণমূল: ২৩
বিজেপি: ০
বাম: ২
কংগ্রেস: ০

বোর্ড গঠন করবে তৃণমূল।

২। গঙ্গারামপুর পুরসভা
মোট ওয়ার্ড: ১৮

তৃণমূল: ১৮
বিজেপি: ০
বাম: ০
কংগ্রেস: ০

বোর্ড গঠন করবে তৃণমূল।

৩। বুনিয়াদপুর পুরসভা
মোট ওয়ার্ড: ১২ ( ভোট হয়নি)

 

[আরও পড়ুন: Russia- Ukraine War: বাড়ছে বিপদ, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে বায়ুসেনাকে নামার নির্দেশ মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement