Advertisement
Advertisement

Breaking News

West Bengal By Elections

WB Bypolls: উপনির্বাচনের আগে উত্তপ্ত খড়দহ, বিজেপি কর্মীকে মারধর, বাইক ভাঙচুরের অভিযোগ

ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা।

WB Bypolls: BJP attacked in Khardah, beaten and bike vandalised, TMC accussed | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 29, 2021 9:23 am
  • Updated:October 29, 2021 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পেরলেই উপনির্বাচন (Bypolls)। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়ম মেনেই প্রচার শেষ হয়ে গিয়েছে বুধবার। কিন্তু বৃহস্পতিবার রাতে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ (Khardah) বিধানসভা এলাকার অন্তর্গত কর্ণমাধবপুর। সেখানে এক বিজেপি কর্মীর উপর হামলা, মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে রাতভর উত্তেজনা জিইয়ে রইল এলাকায়। ঘটনায় ঘোলা এবং রহড়া – দুই থানাতেই অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। হামলাকারীরা এখনও অধরা বলে পুলিশ সূত্রে খবর।

৩০ অক্টোবর, শনিবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। অবাধ, সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (Election Commission) এবার বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। পুজোর পরপরই বাহিনীর জওয়ানরা এলাকাগুলিতে টহলদারি শুরু করেছেন। খড়দহও ব্যতিক্রম। এই বিধানসভা কেন্দ্রের পার্শ্ববর্তী টিটাগড়, বারাকপুর এলাকা অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় খড়দহেও কেন্দ্রীয় বাহিনীর (Central Force) নজরদারি চলছে। কিন্তু বৃহস্পতিবার রাতে বাহিনীর নজর এড়িয়েই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা।

Advertisement

[আরও পড়ুন: একটি ডোজ নিয়েই মিলল জোড়া কোভিড টিকাকরণের শংসাপত্র! বিপাকে কাটোয়ার বাসিন্দা]

স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্বের অভিযোগ, রাতে বাইক নিয়ে বাড়ি ফেরার সময়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে কর্ণমাধবপুরে বিশাল সিং নামে তাদের এক কর্মীর উপর হামলা চলে। তাঁকে বাঁশ দিয়ে মারধর করে বাইক ভাঙচুর করা হয়। তারপর জখম অবস্থায় রাস্তায় তাঁকে ফেলেই চম্পট দেয় দুষ্কৃতীরা। আক্রান্ত বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান দলের সহকর্মীরাই। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

[আরও পড়ুন: চোর সন্দেহে যুবককে বেধড়ক মার, মহিলাকে হেনস্তা, তীব্র উত্তেজনা তারকেশ্বরে]

এ নিয়ে তৃণমূল (TMC)আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগ তুলেছে বিজেপি। খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নির্বাচন কমিশনেও জানানো হয়েছে। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিজেপিকে টার্গেট করে হামলা হয়েছে।  এনিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।  তবে উপনির্বাচনের ঠিক আগে এ ধরনের রাজনৈতিক হামলায় এলাকাবাসী কিছুটা সন্ত্রস্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement