Advertisement
Advertisement

Breaking News

WB BY Election Result

তৃণমূল ৪, বিজেপি ০, উপনির্বাচনে ধুয়ে মুছে সাফ গেরুয়া শিবির

রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। কড়া নিরাপত্তায় চলছে ভোটগণনা। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জের উপনির্বাচনে কী ফল হয়, সেদিকে নজর সকলের।

WB BY Election Result Live Update: TMC wins in four assembly election

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:July 13, 2024 8:26 am
  • Updated:July 13, 2024 2:05 pm  

আজ রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জের উপনির্বাচনে কী ফল হয়, সেদিকে নজর সকলের। ভোটের ফলাফল সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে।

দুপুর ১.৩৯: সংগঠন ঠিকমতো সাজাতে না পারায় উপনির্বাচনে বিপর্যয়, জানালেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। 
দুপুর ১.৩৭:
রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূলের মুকুটমণি অধিকারী। 
দুপুর ১.২৬:
মানিকতলা তৃণমূলের দখলেই, বিপুল ভোটে জয়ী সাধনজায়া সুপ্তি পাণ্ডে।
বেলা ১২.৫৮: ১১ রাউন্ড গণনা শেষে ৩৮ হাজার ৮৩৭ ভোটে জয়ী মুকুটমণি অধিকারী।
বেলা ১২.৩৩:
বাগদায় বিরাট ব্যবধানে জয়ী মধুপর্ণা ঠাকুর।
বেলা ১১.৪৫:
রায়গঞ্জে জয়ী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। বিজেপিকে পর্যুদস্ত করে ৪৯ হাজার ৫৩৬ ভোটে জয়ী তিনি।
বেলা ১১.১০:
অষ্টম রাউন্ডে রায়গঞ্জের তৃণমূলের কৃষ্ণ কল্যাণী ৪৬ হাজার ভোটে এগিয়ে।
সকাল ১০.৪৭:
৬ রাউন্ড ভোটগণনা শেষে ৩১ হাজার ২৮৭ ভোটে এগিয়ে রায়গঞ্জের  তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
সকাল ১০.৩৪:
বাগদা এবং রানাঘাট দক্ষিণেও এগিয়ে তৃণমূল।
সকাল ১০.১৩:
পঞ্চম রাউন্ড শেষে বাগদায় ১২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।
সকাল ১০.১১:
ফল ঘোষণার আগেই রায়গঞ্জে বিজয় উৎসব তৃণমূলের।
সকাল ১০.১০:
তৃতীয় রাউন্ড শেষে ১৩ হাজারের বেশি ভোটে মানিকতলায় এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে।
সকাল ১০.৭:
চতুর্থ রাউন্ডে ২১ হাজার ৪০৯ ভোটে এগিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী।
সকাল ৯.৪৪:
রায়গঞ্জে ১৬ হাজার ৯৫ ভোটে এগিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। 
সকাল ৯.২০:
ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে মানিকতলা বিধানসভা নির্বাচনে এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে। সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে X হ্যান্ডেলে পোস্ট কুণাল ঘোষের।

Advertisement


সকাল ৯.১৮:
দ্বিতীয় রাউন্ড গণনায় রায়গঞ্জে ১০ হাজার ২৫৬ ভোটে এগিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী।
সকাল ৯:
প্রথম রাউন্ড গণনায় রায়গঞ্জে ৩ হাজার ৪৮৪ ভোটে এগিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী।
সকাল ৮.৪৮:
বাগদায় এগিয়ে তৃণমূলের মধুপর্ণা ঠাকুর।
সকাল ৮.৪৭:
মানিকতলায় এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে।
সকাল ৮.৩২:
প্রাথমিক ট্রেন্ডে রানাঘাট দক্ষিণে এগিয়ে বিজেপি।
সকাল ৮.০৪:
কড়া নিরাপত্তায় ৪ কেন্দ্রেই পোস্টাল ব্যালটে শুরু ভোটগণনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement