Advertisement
Advertisement

Breaking News

Asansol

WB By-Election: আসানসোল উপনির্বাচনের আগেই পুলিশ মহলে রদবদল, সরানো হল দুই আধিকারিককে

শুক্রবারই এই বিজ্ঞপ্তি জারি করেছে দিল্লি নির্বাচন কমিশন।

WB By-Election: Reshuffle in police ranks ahead of Asansol bypolls | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 8, 2022 1:30 pm
  • Updated:April 8, 2022 1:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহেই আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রের উপনির্বাচন (By Election)। তার ঠিক আগেই আসানসোলের দুই পুলিশ আধিকারিককে বদলি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুক্রবার দিল্লি নির্বাচন কমিশনের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে। তাতে স্পষ্ট নির্দেশ, জামুড়িয়া ও আসানসোল দক্ষিণ থানার দুই দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বদলি করা হচ্ছে। অবিলম্বে তাঁদের কমিশনের কার্যালয়ে দেখা করতে হবে।

Advertisement

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আসানসোল দক্ষিণ থানার আইসি (IC) অভিজিৎ চট্টোপাধ্যায় এবং জামুড়িয়া থানার ওসি (OC)সঞ্জীব দে-কে বদলি করা হচ্ছে। তাঁদের জায়গায় নতুন দায়িত্ব কারা নিচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। যদিও কমিশন সূ্ত্রে খবর, তিনজন অফিসারকে কমিশনের তরফে পাঠানো হচ্ছে জেলায়। 

[আরও পড়ুন: রাতের চলন্ত ট্রেনেই সন্তান প্রসব যুবতীর, মা ও সদ্যোজাতকে আগলে রাখল আরপিএফ]

আগামী ১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন – আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা। নিরাপত্তার কারণে মোট ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হচ্ছে দুই কেন্দ্রে। তার মধ্যে বেশি স্পর্শকাতর আসানসোলে ১১৬ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বলে কমিশন সূত্রে খবর। তারই মধ্যে রাজ্য পুলিশের রদবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

[আরও পড়ুন: স্বপ্নের ফর্মে বাবর আজম, সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় শচীনকে টপকালেন পাক তারকা]

নির্বাচনের পরিপ্রেক্ষিতে গোটা আসানসোলই স্পর্শকাতর (Sensitive)। এর আগে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল প্রচারে বাধার অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধেই নালিশ জানিয়েছিলেন। তার মধ্যে জামুড়িয়া এবং আসানসোল দক্ষিণ থানার আধিকারিকদের অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিলেন অগ্নিমিত্রা পল, শুভেন্দু অধিকারীরা। এই বদলির সঙ্গে তাঁদের অভিযোগের কোনও সম্পর্ক আছে কি না, সে বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement