Advertisement
Advertisement

Breaking News

WB Elections 2021

জঙ্গলমহলে ‘বহিরাগত’দের একাই রুখবেন মমতা, প্রকাশ্যে ‘ফাইটার দিদি’র দ্বিতীয় ভিডিও

দেখেছেন ভিডিওটি?

WB Elections 2021: Trinamool Congress releases fighter didi's another version | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:March 26, 2021 4:42 pm
  • Updated:March 26, 2021 7:07 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: শনিবারই বঙ্গে বিধানসভা নির্বাচনের (WB Elections 2021) প্রথম দফা। জঙ্গলমহলের একাধিক আসনে ভাগ্যপরীক্ষা হবে রাজনৈতিক দলগুলির। ইতিমধ্যে প্রচারে ঝড় তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) থেকে শুরু করে বিরোধী দলগুলি। মানুষের মন পেতে দেওয়াল লিখন, জনসভা, ব়্যালির পাশাপাশি গান, র়্যাপ-সহ একাধিক অভিনব ভাবনাও দেখা যাচ্ছে প্রচারে। তৃণমূলের প্রচারেও রয়েছে একাধিক অভিনবত্ব। তবে প্রচারের পুরোটাই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়েই। প্রথম পর্বের পর এবার সামনে এল ‘ফাইটার দিদি’-র দ্বিতীয় পর্ব। যেখানে জঙ্গলমহলের সাধারণ মানুষদের হয়ে বহিরাগতদের বিরুদ্ধে একাই লড়ছেন মমতা।

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে ‘ফাইটার দিদি’-র দ্বিতীয় পর্বের ভিডিওটি পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, ফুটবল খেলছে একদল যুবক। এই সময় বল জঙ্গলে চলে গেলে একজন তা আনতে যায়। তখনই দেখা যায়, বুলডোজার নিয়ে প্রবেশ করছে ‘বহিরাগতরা’। কেড়ে নিচ্ছে আদিবাসীদের একের পর এক জমি। আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ঘরে। এই সময় সবাইকে বাঁচাতে বহিরাগতদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাঙা পায়ে ফুটবল। আশপাশে অন্যান্য আদিবাসী মহিলারা। অর্থাৎ ‘বহিরাগত’রা যতই আসুক, বাংলার মুখ্যমন্ত্রী একাই তাঁদের রুখে দেবেন। ভিডিওটির ক্যাপশনেও সেই কথাটিই লেখা।

Advertisement

[আরও পড়ুন: মনোনয়নের মিছিল থেকে হামলার অভিযোগ, তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তেজনা সল্টলেকে]

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে ভিডিওটি। অনেকেই সেটি শেয়ারও করেছেন। এর আগেও ‘ফাইটার দিদি’র প্রথম পর্ব সামনে এসেছিল। এছাড়া পুরনো দিনের ভিডিও গেম ‘সুপার মারিও’-র আদলেও একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে দেখা গিয়েছিল, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে  একাধিক উন্নয়নমূলক প্রকল্প, সবুজশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর সৌজন্যে আবারও পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

[আরও পড়ুন: ‘উনি রাক্ষস, বাংলাকে গিলতে এসেছেন’, নাম না করে অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement