Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee accused PM Modi

বাংলাদেশে গিয়ে রাজ্যের ভোট প্রভাবিত করার চেষ্টা! মোদির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ মমতার

রেলের বেসরকারিকরণ নিয়ে সরব মমতা।

WB Assembly Polls: TMC leader Mamata Banerjee accused PM Narendra Modi for violation Election code of conduct | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 27, 2021 3:52 pm
  • Updated:March 27, 2021 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC leader Mamata Banerjee)। শনিবার খড়গপুরের সভা থেকে মমতার অভিযোগ, বাংলায় নির্বাচন চলাকালীন বাংলাদেশে গিয়ে বিশেষ সম্প্রদায়ের মানুষকে নিয়ে কথা বলছেন মোদি। যা এই রাজ্যের নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তাই প্রধানমন্ত্রীর ভিসা-পাসপোর্ট বাতিলের দাবিও জানিয়েছেন তৃণমূল নেত্রী। এ নিয়ে তৃণমূল নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন : ‘প্রথম দফাতেই বিজেপির দফারফা’, পিংলার সভায় ঘোষণা ‘আত্মবিশ্বাসী’ মমতার]

এদিন নির্দিষ্ট সময়ের আগে সভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তৃণমূল নেত্রী। বাংলায় নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন তুললেন মমতা। বললেন, “বাংলায় ভোট চলছে। আর বাংলাদেশে গিয়ে বাংলাকে নিয়ে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। বিশেষ একটি সম্প্রদায়কে নিয়ে কথা বলছেন। সেই সম্প্রদায়ের মানুষ ভোট দেবে। তাঁদের প্রভাবিত করার চেষ্টা চলছে। এটা নির্বাচনী বিধিভঙ্গ।” উল্লেখ্য, বাংলাদেশে মতুয়াদের উদ্দেশে বক্তব্য রেখেছেন মোদি। 

Advertisement

এ প্রসঙ্গে বলতে গিয়ে  বাংলাদেশের অভিনেতা ফিরদৌসের প্রসঙ্গ তুলে আনেন মমতা। বললেন, “উনিশের লোকসভা নির্বাচনে আমাদের ব়্যালিতে এসেছিলেন ফিরদৌস। তখন বাংলাদেশ সরকারে সঙ্গে কথা বলে ফিরদৌসের ভিসা-পাসপোর্ট বাতিল করা হয়েছিল।” এর পরই তৃণমূল নেত্রীর প্রশ্ন, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভিসা-পাসপোর্ট বাতিল হবে না কেন? মমতার আরও কটাক্ষ, “আপনি ট্রাম্পের হয়েও ভোটপ্রচার করতে গিয়েছিলেন। আপনার বেলা সব কিছুতে ছাড়?”

[আরও পড়ুন : ‘নিজেকে নতুন ভোটার মনে হচ্ছে’, ১০ বছর পর ভোট দিয়ে বললেন ছত্রধর মাহাতো]

রেলের বেসরকারিকরণ নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন মমতা। বললেন,  রেলের বেসরকারিকরণ করছে। ক’জনের চাকরি থাকবে? রেল বেচে দিলে কী করবেন আপনারা? রেলমন্ত্রকের ধমকানি-চমকানি খাবেন? অভিযোগ করলেন, “তৃণমূলের সভায় গেলে রেলকর্মীর বদলির হুমকি দিচ্ছে। রেলের জমি থেকে উচ্ছেদ করে দেবে বলছে। এত সহজ নয়, মমতা আছেন।” এর পরই তাঁর আহ্বান,  “রেলকে বাঁচাতে হলে তৃণমূলকে ভোট দিন। বিজেপিকে ভোট দিলে রেল বেচে দেবে। “

দেখুন ভিডিও:

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement