Advertisement
Advertisement
West Bengal Assembly Elections 2021

আরও সাত আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল আইএসএফ, ভাঙড়ে প্রার্থী নওশাদ

দেখে নিন সাত আসনের প্রার্থী তালিকা।

WB assembly polls: ISF declares candidate list for 7 seats | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Abhisek Rakshit
  • Posted:March 18, 2021 8:30 pm
  • Updated:March 18, 2021 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় ভোটের (West Bengal Assembly Elections 2021) উত্তাপ বাড়ছে। তৃণমূল (Trinamool Congress) তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে। দফায়-দফায় প্রার্থীদের নাম সামনে আনছে বিজেপি (BJP)। কমবেশি বেশিরভাগ আসনের প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে বামেরাও। কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও (Indian Secular Front) তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। বৃহস্পতিবার আরও সাত আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)।  আর সেই তালিকায় সবচেয়ে বড় চমক ভাঙড়ের প্রার্থী। নানান জটিলতার পর ওই আসনে প্রার্থী করা হয়েছে নওশাদ সিদ্দিকিকে। যদিও প্রাথমিকভাবে এই আসনে প্রার্থী দেওয়ার কথা ছিল বামেদের। 

উত্তর ২৪ পরগনা (৩৩)
কেন্দ্র প্রার্থী
মধ্যমগ্রাম বিশ্বজিৎ মাইতি
দেগঙ্গা করিম আলি
হাড়োয়া ফিরোজ মোল্লা

[আরও পড়ুন: আরও ১৪৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি, দেখে নিন তালিকা]

Advertisement
দক্ষিণ ২৪ পরগনা (৩১)
কেন্দ্র প্রার্থী
ক্যানিং পূর্ব গাজি শাহাবুদ্দিন সিরাজী
মগরাহাট পশ্চিম মইদুল ইসলাম মোল্লা
ভাঙড় নওশাদ সিদ্দিকি

হুগলি (১৮)
কেন্দ্র প্রার্থী
জাঙ্গিপাড়া শেখ মইনুদ্দিন

[আরও পড়ুন: ‘শিয়াল চিহ্নে ভোট দিন’, কংগ্রেস কার্যালয়ের বাইরে পোস্টারে ছয়লাপ, তাজ্জব জলপাইগুড়িবাসী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement