সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসল পরিবর্তন নাকি বাংলার নিজের মেয়ে। বাংলার নির্বাচনের সম্ভাব্য ফলাফল জানা যাবে আগামী ২ মে। কিন্তু তার আগে বুথ ফেরত সমীক্ষায় যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে তৃণমূল সমর্থকরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা দেখা যাচ্ছে, বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারে তৃণমূল কংগ্রেস। আগের থেকে আসন সংখ্যা অনেকটা বাড়ালেও তৃণমূলকে গদিচ্যুত করতে পারছে না গেরুয়া শিবির। অন্যদিকে বাম, কংগ্রেস, এবং আইএসএফের জোট কার্যত ধুলিস্যাত হয়ে যাচ্ছে। যদিও, সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষায় অন্য ফল দেখাচ্ছে।
এবিপি নিউজ-সি ভোটার | ||
---|---|---|
তৃণমূল | ১৫২-১৬৪ | |
বিজেপি | ১০৯-১২১ | |
সংযুক্ত মোর্চা | ১৪-২৫ | |
অন্যান্য | ০ |
রিপাবলিক টিভি-সিএনএক্স | ||
---|---|---|
তৃণমূল | ১২৮-১৩৮ | |
বিজেপি | ১৩৮-১৪৮ | |
সংযুক্ত মোর্চা | ১১-২১ | |
অন্যান্য | ০ |
টাইমস নাও-সি ভোটার | ||
---|---|---|
তৃণমূল | ১৫৮ | |
বিজেপি | ১১৫ | |
সংযুক্ত মোর্চা | ২২ | |
অন্যান্য | ০ |
টুডে’স চাণক্য | ||
---|---|---|
তৃণমূল | ১৮০ | |
বিজেপি | ১০৮ | |
সংযুক্ত মোর্চা | ৪ | |
অন্যান্য | ২ |
টিভি নাইন | ||
---|---|---|
তৃণমূল | ১৪২-১৫২ | |
বিজেপি | ১২৫-১৩৫ | |
সংযুক্ত মোর্চা | ১৬-২৬ | |
অন্যান্য | ০ |
ইটিজি রিসার্চ | ||
---|---|---|
তৃণমূল | ১৬৪-১৭৬ | |
বিজেপি | ১০৫-১১৫ | |
সংযুক্ত মোর্চা | ১০-১৫ | |
অন্যান্য | ০ |
পি মার্ক | ||
---|---|---|
তৃণমূল | ১৫২-১৭২ | |
বিজেপি | ১১২-১৩২ | |
সংযুক্ত মোর্চা | ১০-২০ | |
অন্যান্য | ০ |
ইন্ডিয়া টুডে – অ্যাক্সিস মাই ইন্ডিয়া | ||
---|---|---|
তৃণমূল | ১৩০-১৫৬ | |
বিজেপি | ১৩৪-১৬০ | |
সংযুক্ত মোর্চা | ০২ | |
অন্যান্য | ০১ |
যদিও সবশেষে বলে রাখা দরকার, এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা কোনওভাবেই ভোটের ফলাফলকে প্রভাবিত করে না। এটা সম্ভাব্য ফলাফলের আভাসমাত্র। অতীতে বহুবার দেখা গিয়েছে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার সঙ্গে আসল ফলাফল একেবারেই মেলেনি। সমস্ত সমীক্ষক সংস্থা এক্সিট পোলের যে ফলাফল প্রকাশ করেছে, আসল ফলাফল তার উলটো হয়েছে। আবার এক্সিট পোলের (West Bengal Election Exit Poll result 2021) সঙ্গে আসল ফলাফল হুবহু মিলে গিয়েছে, এমন নজিরও কমবেশি আছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.