ছবি: প্রতীকী
বুদ্ধদেব সেনগুপ্ত: ভোট (West Bengal Assembly Elections) শুরু ঘণ্টা দু’য়েকের মধ্যে বুথেই মৃত্যু হল বিজেপির পোলিং এজেন্টের। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ওই বুথে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। বিকল্প এজেন্ট বসানো নিয়ে চিন্তাভাবনা করছে বিজেপি। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।
জানা গিয়েছে, ওই যুবকের নাম অভিজিৎ সামন্ত। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কামারহাটির ১০৭ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন তিনি। শনিবার নির্ধারিত সময়ে পৌঁছে যান বুথে। কিছুক্ষণ পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বমি শুরু হয়। অভিযোগ, সেখানে উপস্থিত ভোট কর্মীরা অর্থাৎ অন্যদলের পোলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসাররা বিষয়টি দেখলেও প্রথমে গুরুত্ব দেননি। বেশ কিছুক্ষণ পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই মৃতের পরিবারে জানানো হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা।
এই ঘটনায় প্রশ্নের মুখে ওই বুথের দায়িত্বে থাকা ভোটকর্মীদের ভূমিকা। কেন অভিজিতের অসুস্থতা নজরে পড়া সত্ত্বেও প্রথমেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না স্বাভাবিকভাবেই তা নিয়ে প্র। ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, এই ঘটনায় অনিশ্চয়তার মুখে বিজেপি। নতুন করে কাউকে ওই বুথের বিজেপির এজেন্টের দায়িত্ব দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.