Advertisement
Advertisement
Rahul Gandhi

আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ, বাংলায় নির্বাচনী প্রচারসূচি বাতিল করলেন রাহুল

রাজ্যে প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারে আসা নিয়ে ধন্দ তৈরি হল।

WB Assembly Polls 2021: Rahul Gandi wiill not hold any rally in Bengal amid surging COVID-19 infection | Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:April 18, 2021 12:00 pm
  • Updated:April 18, 2021 12:10 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত: রাজ্যে আর ভোট প্রচারে আসবেন না রাহুল গান্ধী (Rahul Gandhi)। বাড়তে থাকা কোভিড সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এমন পরিস্থিতিতে আমজনতার কথা মাথায় রেখে রাজনৈতিক সমাবেশ করতে রাজি নন কংগ্রেস নেতা। রবিবার টুইট করে নিজেই এই সিদ্ধান্তের কথা জানালেন রাহুল। 

বিধানভবন সূত্রে খবর ছিল, শেষ তিন দফা নির্বাচনের আগে রাজ্যে প্রচারে আসার কথা ছিল রাহুলের। মূলত বাদুড়িয়া, নোয়াপাড়া, মালদহ ও মুর্শিদাবাদে ব়্যালি করার কথা ছিল তাঁর। কিন্তু কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জেরে সেই অনুষ্ঠান সূচি বাতিল করলেন তিনি। অন্যান্য রাজনৈতিক দলকেও প্রচার থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন রাহুল।  ইতিপূর্বে পঞ্চম দফা ভোটের আগে গোয়ালপোখর ও মাটিগাড়া-নকশালবাড়িতে সভা করেছিলেন রাহুল। 

Advertisement

[আরও পড়ুন : ভোটের পরদিনই ‘পিটিয়ে খুন’ বিজেপি কর্মীকে, উদ্ধার ক্ষতবিক্ষত দেহ]

এদিন টুইটারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লেখেন, বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে বাংলায় আমার সমস্ত রাজনৈতিক প্রচার স্থগিত করছি। তিনি আরও লেখেন, “এই পরিস্থিতিতে বড় বড় রাজনৈতিক সমাবেশের ফল কী হতে পারে, তা ভেবে দেখার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলিকে আবেদন করছি।” তাঁর কর্মসূচি স্থগিত করার ফলে রাজ্যে প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারে আসা নিয়ে ধন্দ তৈরি হল। পাশাপাশি, ব়্যালি নিয়ে প্রধানমন্ত্রীকেও বিঁধেছেন রাহুল।

 

উল্লেখ্য, ইতিপূর্বে কোভিড পরিস্থিতির কথায় মাথায় রেখে বড় জন সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছিল বামফ্রন্ট। কোভিডবিধি নেমে ছোট ছোট পথসভার কথা ঘোষণা করেছিল তাঁরা। তবে প্রদেশ কংগ্রেসের তরফে এমন কোনও ঘোষণা এখনও করা হয়নি। এর মাঝেই নিজের প্রচার সভা বাতিল করলেন রাহুল। তবে তাঁর এই সিদ্ধান্তের জেরে কংগ্রেসের ভোটপ্রচার কিছুটা ধাক্কা খাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

[আরও পড়ুন : পঞ্চম দফা শেষেও ভোট পরবর্তী হিংসা, বোমাবাজি-সংঘর্ষে অশান্তির কেন্দ্রে উত্তর ২৪ পরগনা]

উল্লেখ্য, এবার নির্বাচনে বাম-কংগ্রেস-আইএসএফ জোট বেঁধেছে। বাম-কংগ্রেস নেতৃত্ব জোট বেঁধে প্রচারও সারছেন। কিন্তু সেই প্রচারে কংগ্রেসের কোনও কেন্দ্রীয় নেতাকে এতদিন দেখা যায়নি। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল। শেষপর্যন্ত পঞ্চম দফা ভোটের আগে সভা করেন তিনি। এর পরের কয়েকটি দফায় কংগ্রেসের শক্তঘাঁটিতে ভোট রয়েছে। অথচ সেখানে প্রচারে যাবেন না রাহুল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement