Advertisement
Advertisement
Lockdown

‘ভোটের পরই লকডাউন করবে কেন্দ্র’, কোভিড আতঙ্কের মাঝেই দাবি অভিষেকের

অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহের পদত্যাগ দাবি করলেন অভিষেক।

WB Assembly Polls 2021: 'Centre will impose lockdown after polls', says Abhishek Banerjee of TMC | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 20, 2021 2:29 pm
  • Updated:April 20, 2021 2:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কোভিড-১৯ (COVID-19) এর দ্বিতীয় ধাক্কায় বেসামাল গোটা দেশ। আমজনতার মনে এখন একটাই প্রশ্ন, পরিস্থিতি সামাল দিতে ফের কি লকডাউন ঘোষণা করবে কেন্দ্র? নির্বাচনী প্রচারসভা থেকে সেই লকডাউন (Lockdown) নিয়ে সতর্ক করলেন যুব তৃণমূল (TMC) সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার নির্বাচনী (WB Assembly Polls 2021) প্রচারে মুর্শিদাবাদের লালগোলায় সভা করলেন অভিষেক। সেই সভা থেকে একদিকে যেমন একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন তিনি, তেমনই লকডাউন নিয়েও সতর্ক করলেন। বললেন, “ভোটের পরই দেশজুড়ে হবে লকডাউন। ভোটের অপেক্ষায় বসে আছে কেন্দ্র। আগে যেনতেন প্রকারেণ বাংলা দখল করবে। তার পরই লকডাউন করবে ওরা।” পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তুলোধোনা করেন তিনি। তাঁর পদত্যাগ দাবি করলেন অভিষেক। 

Advertisement

[আরও পড়ুন : ‘মরে গেলেও তো এখন টিকা পাব না’, বিদেশে কোভিড ভ্যাকসিন রপ্তানি নিয়ে মোদিকে তোপ মমতার]

অভিষেকের কথায়, “উনি ভোটের প্রচারে এসে বারবার বলছেন, রাজ্যে বেআইনি অনুপ্রবেশ ঘটছে। সীমান্তের নিরাপত্তার দায়িত্ব কার? আন্তর্জাতিক সীমান্ত সামলান বিএসএফরা। তাঁরা তো স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। তাহলে বেআইনি অনুপ্রবেশ হলে দোষ কার? এই ইস্যুতে তো আপনার ইস্তফা দেওয়া উচিৎ।” সামনেই মুর্শিদাবাদে নির্বাচন। তাঁর আগে এলাকার সাংসদ অধীররঞ্জন চৌধুরীকেও বিঁধলেন অভিষেক।

সভামঞ্চ থেকে অধীরকে কটাক্ষ অভিষেকের, “গ্যাসের দাম ৯০০ টাকা। সরষের তেলের দাম বাড়ছে। প্ল্যাটফর্ম টিকিটের দাম আকাশছোঁয়া। একবারও সংসদে দাঁড়িয়ে এগুলোর প্রতিবাদ করেননি অধীর চৌধুরী। কারণ, কংগ্রেস বিজেপির সবচেয়ে বড় সাগরেদ। কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালি করা” এরপর বিজেপিকে আক্রমণ শানান অভিষেক। তাঁর কথায়, “বিজেপি শুধু  ভাষণ দেয়। ওরা পরিযায়ী। ভোটের সময় আসে। আর সারা বছর বিপদে-আপদে পাশে থাকে তৃণমূল।”

[আরও পড়ুন : অমানবিক! ‘জয় শ্রীরাম’ না বলায় নাবালকের গায়ে গরম জল ঢালল বিজেপি কর্মী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement