Advertisement
Advertisement
PM Narendra Modi

‘আমার স্কিমে চলি, তৃণমূল স্ক্যামে চলে’, আক্রমণ মোদির, মমতাকে বিঁধলেন এই ১০ পয়েন্টেও

'যে সরকারই স্কিম আনুক, ওরা স্ক্যাম করবেই', তীব্র শ্লেষ প্রধানমন্ত্রীর।

WB Assembly Elections: PM Modi attacks Mamata Banerjee Govt. on the issue of 'scheme' and 'scam' |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 21, 2021 4:08 pm
  • Updated:March 21, 2021 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দু’দিন রাজ্যে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রবিবার, বাঁকুড়ার (Bankura) তিলাবেদিয়া ময়দানে জেলার বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় যোগ দিয়েছেন তিনি। দুপুর ১টা নাগাদ সভা শুরুর কথা থাকলেও তা প্রায় চারটে নাগাদ শুরু হয়। একুশে বঙ্গে নির্বাচন জিততে দলীয় কর্মী, সমর্থকদের কী ভোকাল টনিক দিলেন মোদি, একঝলকে দেখে নিন – 

  • সভার শুরুতে উপস্থিত জনতাকে বাংলায় সম্বোধন। ‘বাঁকুড়ার রাঙামাটি মন ভুলায়’, গানের সুরে বললেন প্রধানমন্ত্রী।
  • এর আগে বাঁকুড়ার সভা বানচাল করার চেষ্টা করা হয়েছে। তিলাবেদিয়া ময়দানে সভার শুরুতেই অভিযোগ মোদির। 
  • ”২ মে দিদি যাচ্ছেন, আসল পরিবর্তন আসছে।” বাঁকুড়া থেকে তৃণমূল সরকারের বিদায়ঘণ্টা বাজিয়ে বার্তা মোদির।

[আরও পড়ুন: ডোমজুড়ে রাজীবকে ‘গো ব্যাক’ স্লোগান, রক্ষীদের লাঠিচার্জের জেরে চরম উত্তেজনা]

  • ”দিদি, ভ্রষ্টাচারের খেলা চলবে না,কাটমানির খেলা চলবে না।” বাংলায় বললেন মোদি।
  • ”দিদি ভাঙা পায়ে আমার মাথা নিয়ে ফুটবল খেলছেন, এরকম দেওয়ালে আঁকা হচ্ছে। কিন্তু বলতে চাই, আমি আমার মাথা সবসময়ে দেশবাসীর সেবায়, তাঁদের সামনে নত করে রাখি।” তোপ প্রধানমন্ত্রীর। বললেন, ”দরকারে আমার মাথায় লাথি মারুন। চাইলে মাথায়ও হাত রাখতে পারেন। তবে বাঁকুড়ার মানুষের, বাংলার মানুষের স্বপ্নকে লাথি মারবেন না।”  
  • ‘খেলা হবে’ নিয়ে নতুন আক্রমণ মোদির। বললেন, ”১০ বছর ধরে বাংলাকে নিয়ে খেলেও মনে ভরেনি আপনার?” নির্বাচনী প্রচারে এসে ধাপে ধাপে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। 
  • বাংলায় যে কোনও কাজ হওয়া মানেই ‘কাটমানি’, এই সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। ফের ‘কাটমানি’তে ইস্য়ুতে মমতা সরকারকে তোপ মোদির।
  • বাঁকুড়ার সমস্যাগুলি চিহ্নিত করে মমতা সরকারের বিরুদ্ধে প্রচারে সরব প্রধানমন্ত্রী। কোথায় পানীয় জলের সমস্যার সমাধান? কোথায় নিকাশি ব্যবস্থা? সরাসরি প্রশ্ন তুললেন মোদি। তাঁর শ্লেষ, ”এসবের উত্তর নেই আর দিদি বলছেন – খেলা  হবে!”

[আরও পড়ুন: ‘আমি গাধা, বারবার ঠকে যাই’, কাঁথি উত্তরের সভায় আবেগপ্রবণ মমতা]

  • ডবল ইঞ্জিন সরকারের পক্ষে ফের সওয়াল মোদির। বললেন, ”ডবল ইঞ্জিন সরকার এলে, জাতীয় শিক্ষানীতি লাগু করা হবে।” 
  • ‘স্কিম’ বনাম ‘স্ক্যাম’, নির্বাচনী প্রচারে তৃণমূলের বিরুদ্ধে নয়া অস্ত্র মোদির। বললেন, ”বিজেপি স্কিমের উপর ভরসা রাখে, তা নিয়ে চলে। আর তৃণমূল স্ক্য়ামের উপর চলে। তারা মনে করে, যেখানেই স্কিম, সেখানেই স্ক্যাম। বাংলার মানুষ সব দুর্নীতির হদিশ রাখছে।”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement